ডিসকাউন্টের সাথে এক্সচেঞ্জ অফার, লাভ ওঠাতে পারলেই Samsung Galaxy F22 কেনা যাবে ৭৫০ টাকার কমে

আপনি যদি একটি কম বাজেটের স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তবে আপনার জন্য রয়েছে বিশেষ সুখবর! আসলে, ই-কমার্স সাইট...
SUPARNA 8 Jun 2022 6:19 PM IST

আপনি যদি একটি কম বাজেটের স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তবে আপনার জন্য রয়েছে বিশেষ সুখবর! আসলে, ই-কমার্স সাইট Flipkart সীমিত সময়ের জন্য Samsung Galaxy F22 স্মার্টফোনের সাথে ২০% ডিসকাউন্ট দেওয়ার কথা ঘোষণা করেছে। এছাড়া, একাধিক ব্যাঙ্ক অফার এবং ১১,২৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধাও দেওয়া হচ্ছে ক্রেতাদের। ফলে উপলব্ধ ডিসকাউন্ট ও যাবতীয় অফারের লাভ ওঠাতে পারলে ফোনটিকে ৭৫০ টাকারও কমে খরিদ করে নেওয়া যাবে।

Flipkart-এ Samsung Galaxy F22 স্মার্টফোনের সাথে কি কি অফার পাবেন

স্যামসাং গ্যালাক্সি এফ২২ স্মার্টফোনের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ অপশনের দাম ১৪,৯৯৯ টাকা। তবে, ফ্লিপকার্টে এখন উক্ত মডেলের সাথে ফ্লাট ৩,০০০ টাকা ডিসকাউন্ট অফার করা হচ্ছে। যারপর, গ্যালাক্সি এফ-সিরিজের এই হ্যান্ডসেটকে মাত্র ১১,৯৯৯ টাকায় কিনে নেওয়া যাবে। তবে, এই ডিসকাউন্টের পাশাপাশি একাধিক অফারও উপলব্ধ থাকছে। যেমন, Flipkart Axis ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে ক্রেতাদের ৫% ক্যাশব্যাক অফার করা হবে। আর ফ্লিপকার্ট পে লেটার (Flipkart Pay Later) বিকল্পের অধীনে পেমেন্ট করলে, অতিরিক্ত ১০০ টাকার ডিসকাউন্টও আলাদাভাবে পাওয়া যাবে।

উল্লেখিত অফারগুলি ছাড়াও, Samsung Galaxy F22 স্মার্টফোনকে আপনারা এক্সচেঞ্জ অফারের সাথেও কিনতে পারবেন। এক্ষেত্রে আপনারা যারা নিজেদের পুরোনো মোবাইলের বিনিময়ে এই নয়া স্মার্টফোন কিনবেন তাদের ১১,২৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে। এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু প্রাপ্ত করতে পারলে, মাত্র ৭৪৯ টাকা খরচ করে ফোনটি কিনে নেওয়া যাবে। তবে মনে রাখবেন যে, এই অফারের সুবিধা পাওয়ার জন্য আপনার পুরানো ফোনটির বাহ্যিক অবস্থা ভাল থাকা আবশ্যক।

প্রসঙ্গত, ফোনটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথেও একাধিক অফার উপলব্ধ থাকছে। আপনারা এই ফোনটিকে ডিসকাউন্টের সাথে ১৩,৯৯৯ টাকায় কিনে নিতে পারেন। এই ভ্যারিয়েন্টের সাথে ১২,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে। এছাড়াও, বেস মডেলের সাথে উপলব্ধ প্রত্যেকটি ব্যাঙ্ক অফার, এই টপ-ভ্যারিয়েন্টের সাথেও প্রযোজ্য থাকছে৷

Samsung Galaxy F22 এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এফ২২ ফোনে রয়েছে একটি ৬.৪ ইঞ্চির এইচডি প্লাস (১৬০০x৭২০ পিক্সেল) sAMOLED ইনফিনিটি-ইউ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ফোনটি আর্ম মালি জি৫২ জিপিইউ এবং অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ান ইউআই ৩.১ (One UI 3.1) কাস্টম ইউজার ইন্টারফেসে চলবে। স্যামসাংয়ের এফ-সিরিজের এই ফোনে ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। যদিও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

স্যামসাং গ্যালাক্সি এফ২২ ফোনে ফটোগ্রাফির জন্য কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের সুবিধার্থে ফোনে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন সহ ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

Show Full Article
Next Story