৩,০০০ টাকা ছাড়, সস্তা Samsung Galaxy F42 5G আজ প্রথমবার কেনার বিরাট সুযোগ

গত ২৯ সেপ্টেম্বর ভারতের বাজারে পা রেখেছিলো Samsung Galaxy F42 5G। আর কথা মতোই Flipkart Big Billion Days সেলের প্রথম দিন অর্থাৎ ৩ অক্টোবর থেকে…

গত ২৯ সেপ্টেম্বর ভারতের বাজারে পা রেখেছিলো Samsung Galaxy F42 5G। আর কথা মতোই Flipkart Big Billion Days সেলের প্রথম দিন অর্থাৎ ৩ অক্টোবর থেকে ফোনটির সেল শুরু হবে। যদিও প্লাস মেম্বাররা আজ থেকেই ফোনটি কেনার সুযোগ পাবেন। সেলে Samsung Galaxy F42 5G ফোনের দাম শুরু হবে ১৭,৯৯৯ টাকা থেকে। খরিদ্দারীর ক্ষেত্রে ডিসকাউন্টের পাশাপাশি কিছু আকর্ষণীয় অফারও উপলব্ধ থাকছে। ফিচারের কথা বললে এই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট এবং ১২টি 5G ব্যান্ডের সাপোর্ট পাওয়া যাবে। ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। তাই যারা সস্তা 5G ফোন খুঁজছেন, তাদের জন্য Samsung Galaxy F42 5G সেরা বিকল্প হতে পারে।

Samsung Galaxy F42 5G দাম ও সেল অফার

ভারতে, স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি দুটি ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ করা হয়েছিল। যার মধ্যে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২০,৯৯৯ টাকা। আর, ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ২২,৯৯৯ টাকা। কিন্তু ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল চলাকালীন এই ফোনের দুটি ভ্যারিয়েন্টের উপর ৩,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। সেক্ষেত্রে, সীমিত সময়ের জন্য ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টক যথাক্রমে ১৭,৯৯৯ টাকায় ও ১৯,৯৯৯ টাকায় বিক্রি হবে। স্যামসাংয়ের এই ৫জি ফোনকে ম্যাট অ্যাকুয়া ও ম্যাট ব্ল্যাক কালারে বেছে নেওয়া যাবে।

অন্যান্য অফারের কথা বললে, ফ্লিপকার্ট থেকে স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি কেনার সময় অ্যাক্সিস ও আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। রয়েছে এক্সচেঞ্জ অফারের সুবিধা।

Samsung Galaxy F42 5G স্পেসিফিকেশন, ফিচার

স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি ফোনে আছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২,৪০৮ x ১,০৮০ পিক্সেল) ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। উন্নত পারফরম্যান্সের জন্য এই ফোনে, আর্ম মালি জি৫৭ এমসি২ জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউআই ৩.১ (One UI 3.1) কাস্টম ওএস চালিত। স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি -তে ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy F42 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এগুলি হল, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। রিয়ার ক্যামেরায়, হাইপারল্যাপস, নাইট মোড, প্রো মোড প্রভৃতি সাপোর্ট করে। একই সাথে, ফোনের সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

অতিরিক্ত ফিচারের মধ্যে ফোনে, ডলবি অ্যাটমস অডিও টেকনোলজি এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাপোর্ট পাওয়া যাবে। কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল থাকছে, 5G, 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস / এ-জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট, ডুয়েল সিম স্লট ও একটি ৩.৫মিমি হেডফোন জ্যাক। Samsung Galaxy F42 5G ফোনে ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। ফোনটির ওজন ২০৩ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন