Samsung Galaxy F42 5G ভারতে লঞ্চ হবে 29 সেপ্টেম্বর, থাকবে 64MP ক্যামেরা ও 90Hz FHD ডিসপ্লে

Samsung তাদের Galaxy F সিরিজের একটি নতুন স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি শুরু করেছে। আত্মপ্রকাশের...
SHUVRO 23 Sept 2021 11:59 AM IST

Samsung তাদের Galaxy F সিরিজের একটি নতুন স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি শুরু করেছে। আত্মপ্রকাশের দোরগোড়ায় থাকা এই হ্যান্ডসেটের নাম Galaxy F42 5G। আসন্ন ডিভাইসটির জন্য এখন ভারতে স্যামসাংয়ের ওয়েবসাইট এবং ফ্লিপকার্টে একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। তাতে বলা হয়েছে, Galaxy F42 5G এ দেশে ২৯ সেপ্টেম্বর অফিসিয়ালি ঘোষণা করা হবে। পাশাপাশি, কোম্পানি তরফে কয়েকটি ফিচারও প্রকাশ পেয়েছে।

স্যামসাং জানিয়েছে, Galaxy F42 5G-তে ফুল-এইচডি+ ডিসপ্লে থাকবে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিসপ্লের আয়তন অবশ্য প্রকাশ করা হয়নি। তবে রিপোর্ট বলছে, স্মার্টফোনটি ৬.৬ ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে আসবে। ফোটোগ্রাফির জন্য ফোনে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এর সঙ্গে নাইট মোডের সুবিধা পাওয়া যাবে৷ আবার Galaxy F42 5G ১২টি ৫জি ব্যান্ড সাপোর্ট করবে।

Samsung Galaxy F42 5G অন্যান্য স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি-তে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর দেওয়া হতে পারে। ফোনটি ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে। ফোনের ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি আরও দু'টি সেন্সর থাকবে। যার মধ্যে একটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং অপরটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর হবে।

এ ছাড়া ৫,০০০ এমএএইচ ব্যাটারি, অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম এবং সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে আসতে পারে স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story
Share it