১১ মার্চ ভারতে লঞ্চ হচ্ছে Samsung Galaxy M12, জেনে নিন দাম

ভিয়েতনামের পর এবার ভারতে আসছে Samsung Galaxy M12। আগামী ১১ মার্চ এই বাজেট ফোনটি ভারতে লঞ্চ করবে। আজ অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) থেকে স্যামসাং গ্যালাক্সি…

ভিয়েতনামের পর এবার ভারতে আসছে Samsung Galaxy M12। আগামী ১১ মার্চ এই বাজেট ফোনটি ভারতে লঞ্চ করবে। আজ অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) থেকে স্যামসাং গ্যালাক্সি এম১২ এর লঞ্চ ডেট জানানো হয়েছে। পাশাপাশি ফোনটির মুখ্য স্পেসিফিকেশনও উল্লেখ করা হয়েছে। জানা গেছে এই ফোনে থাকবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। আবার ১২,০০০ টাকার কমে ফোনটি পাওয়া যাবে বলে কয়েকদিন আগে একজন টিপস্টার দাবি করেছিলেন।

অ্যামাজন ইন্ডিয়ার ল্যান্ডিং পেজ অনুযায়ী, আগামী ১১ মার্চ দুপুর ১২ টায় Samsung Galaxy M12 ভারতে লঞ্চ করবে। এই ফোনে থাকবে ৮ এনএম এক্সিনস প্রসেসর, যেটি কম পাওয়ার ব্যবহার করে ফোনের ব্যাটারি লাইফ বাড়াবে। এই প্রসেসর এক্সিনস ৮৫০ হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে থাকবে ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা। এতে ISOCELL Plus টেকনোলজি এবং নতুন GM2 ইমেজ সেন্সর ব্যবহার করা হবে।

ডিসপ্লের কথা বললে স্যামসাং গ্যালাক্সি এম১২ ফোনে থাকবে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ইনফিনিটি ভি ডিসপ্লে। এই ডিসপ্লের পিক্সেল রেজোলিউশন ৭২০ x ১৬০০ এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ। আবার ফোনটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। এর সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

টিপস্টার ঈশান অগ্রবাল কয়েকদিন আগে জানিয়েছেন, স্যামসাং গ্যালাক্সি এম১২ ফোনটি ভারতে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ পাওয়া যাবে। যেগুলি হল- ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। শুধু তাই নয়, Samsung Galaxy M12 তিনটি কালারের সাথে লঞ্চ হবে- হোয়াইট, ব্ল্যাক ও ব্লু। এই ফোনের দাম ১২,০০০ টাকার কম রাখা হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন