৬০০০ mAh ব্যাটারির সাথে আজ ভারতে আসছে Samsung Galaxy M12

আজ ভারতে আসছে বাজেট ফ্রেন্ডলি ফোন Samsung Galaxy M12। কয়েকমাস আগেই এই ফোনকে ভিয়েতনামে লঞ্চ করা হয়েছিল। ভারতে এই ফোনের দাম ১২,০০০ টাকার মধ্যে থাকবে…

আজ ভারতে আসছে বাজেট ফ্রেন্ডলি ফোন Samsung Galaxy M12। কয়েকমাস আগেই এই ফোনকে ভিয়েতনামে লঞ্চ করা হয়েছিল। ভারতে এই ফোনের দাম ১২,০০০ টাকার মধ্যে থাকবে বলে দাবি করেছে টিপস্টাররা। ভিয়েতনামে লঞ্চ হওয়ার সুবাদে স্যামসাং গ্যালাক্সি এম১২ এর স্পেসিফিকেশন ও ডিজাইন আমাদের জানা। পাশাপাশি Amazon India-ও এই ফোনের জন্য ডেডিকেটেড পেজ তৈরী করেছে। যেখান থেকে জানা গেছে Samsung Galaxy M12 ফোনে থাকবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা ও ৮এনএম এক্সিনস প্রসেসর।

Samsung Galaxy M12 ভারতে আজ কখন লঞ্চ হবে

আজ দুপুর ১২টায় স্যামসাং গ্যালাক্সি এম১২ ভারতে লঞ্চ হবে। দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি এর জন্য একটি লঞ্চ ইভেন্টের আয়োজনের করেছে। স্যামসাংয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এই ইভেন্ট দেখা যাবে। এছাড়াও আমাদের সাইটে থাকা লিংক থেকে ইভেন্টটি দেখতে পারবেন।

https://www.youtube.com/watch?v=NbEKU_XUUCg

Samsung Galaxy M12 এর স্পেসিফিকেশন

ভিয়েতনামে এই ফোনটি ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) টিএফটি এলসিডি স্ক্রিন সহ লঞ্চ হয়েছিল। আবার এই ফোনে ব্যবহার করা হয়েছে ২.০ গিগাহার্টজ অক্টা কোর এনএম এক্সিনস প্রসেসর। এটি এক্সিনস ৮৫০ প্রসেসর হবে বলে আমাদের অনুমান। ভিয়েতনামে ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যায়।

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy M12 ফোনে আছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। এর সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড One UI কাস্টম স্কিনে চলে। ফোনের পাওয়ার বাটনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ক্যামেরার কথা বললে এই ফোনের সামনে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আবার পিছনে আছে চারটি ক্যামেরা। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। 

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন