বাহুবলি ব্যাটারির Samsung Galaxy M12 আজ আকর্ষণীয় অফারের সাথে কেনার সুযোগ

আজ ভারতে দ্বিতীয়বার সেলে বিক্রির জন্য উপলব্ধ হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম১২ (Samsung Galaxy M12 sale today)। গতসপ্তাহে...
PUJA 18 March 2021 10:36 AM IST

আজ ভারতে দ্বিতীয়বার সেলে বিক্রির জন্য উপলব্ধ হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম১২ (Samsung Galaxy M12 sale today)। গতসপ্তাহে এই ফোনটি লঞ্চ হয়েছিল, যার দাম শুরু হয়েছে ১০,৯৯৯ টাকা থেকে। গতকাল কেবল অ্যামাজন প্রাইম মেম্বাররা এই ফোনটি কেনার সুযোগ পেয়েছিল। তবে আজ দুপুর ১২ টা থেকে সবাই Amazon, samsung.com ও কোম্পানির রিটেল স্টোরের মাধ্যমে Samsung Galaxy M12 ফোনটি কিনতে পারবেন। সেল উপলক্ষ্যে এই ফোনের ওপর আকর্ষণীয় অফারের ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি।

Samsung Galaxy M12 এর দাম ও অফার

আগেই বলেছি ভারতে স্যামসাং গ্যালাক্সি এম১২ এর দাম শুরু হয়েছে ১০,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। এছাড়াও এই ফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কেনা যাবে ১৩,৪৯৯ টাকায়। এই ফোনটি অ্যাট্রাক্টিভ ব্ল্যাক, এলিগেন্ট ব্লু, ট্রেন্ডি এমেরাল্ড গ্রীন কালারে পাওয়া যাবে।

লঞ্চ অফারের কথা বললে, Samsung Galaxy M12 এর ওপর ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ১,০০০ টাকা ডিসকাউন্ট পাবে। আবার ইএমআই ট্রানজাকশনে থাকবে ১,০৯৯ টাকা ছাড়। শুধু তাই নয় Bank of Baroda-র ক্রেডিট কার্ড গ্রাহকদের ১,৫০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে।

Samsung Galaxy M12 এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম১২ এর মূল আকর্ষণ অবশ্যই এর ব্যাটারি। এই ফোনটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। যার সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার এতে ব্যবহার করা হয়েছে ২.০ গিগাহার্টজ অক্টা কোর এক্সিনস ৮৫০ প্রসেসর। সাথে আছে Mali G76 জিপিইউ। কোম্পানির দাবি এই প্রসেসর দুর্দান্ত পারফরম্যান্স অফার করবে। শুধু তাই নয় এই ফোনটি ভিডিও দেখা বা গেম খেলার (সাধারণ গেম) জন্যও ভালো বিকল্প হতে পারে, কারণ এতে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) ডিসপ্লে।

Samsung Galaxy M12 অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউআই ৩.১ সিস্টেমে চলবে। সিকিউরিটির জন্য এই ফোনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক। আবার ফটোগ্রাফির জন্য এই ফোনের সামনে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়া পিছনে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

 হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story