শীঘ্রই ভারতে আসছে Samsung Galaxy M12, জেনে নিন দাম

এমাসের শুরুতেই ভিয়েতনামে লঞ্চ হয়েছিল Samsung Galaxy M12। এই বাজেট রেঞ্জ ফোনটি এবার ভারতে আসছে। যদিও ফোনটির লঞ্চ ডেট এখনও জানা যায়নি। তবে একজন টিপস্টার…

এমাসের শুরুতেই ভিয়েতনামে লঞ্চ হয়েছিল Samsung Galaxy M12। এই বাজেট রেঞ্জ ফোনটি এবার ভারতে আসছে। যদিও ফোনটির লঞ্চ ডেট এখনও জানা যায়নি। তবে একজন টিপস্টার দাবি করেছেন ভারতে স্যামসাং গ্যালাক্সি এম১২ এর দাম হবে ১২,০০০ টাকার কম। আশা করা যায় ভিয়েতনামে লঞ্চ হওয়া ফোনটির সাথে ভারতে আসন্ন ফোনটির স্পেসিফিকেশনের মধ্যে কোনো পার্থক্য থাকবেনা। সেক্ষেত্রে Samsung Galaxy M12 ফোনে পাওয়া যাবে এক্সিনস ৮৫০ প্রসেসর, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

টিপস্টার Mukul Sharma আজ একটি টুইটে, স্যামসাং গ্যালাক্সি এম১২ এর ভারতে আগমনের কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন এই ফোনটি ৮ এনএম বেসড প্রসেসর, ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ হবে। আবার এই ফোনের দাম থাকবে ১২,০০০ টাকার মধ্যে। টিপস্টার Samsung Galaxy M12 এর জন্য MonsterReloaded হ্যাশট্যাগ ব্যবহার করেছেন।

জানিয়ে রাখি ভিয়েতনামে স্যামসাং গ্যালাক্সি এম১২ ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) ইনফিনিটি ভি নচ ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে। আবার এতে ব্যবহার করা হয়েছে এক্সিনস ৮৫০ প্রসেসর। সাথে আছে Mali G76 জিপিইউ। ফোনটি ৩/৪/৬ জিবি র‌্যাম এবং ৩২/৬৪/১২৮ জিবি স্টোরেজ বিকল্প সহ পাওয়া যায়।

ক্যামেরার কথা বললে Samsung Galaxy M12 ফোনের পিছনে চারটি ক্যামেরা উপলব্ধ। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল সেন্সর (এফ/২.০) প্রাইমারি সেন্সর + ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স (এফ/২.২) + ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর (এফ/২.৪) + ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর (এফ/২.৪)। আবার ফোনটির সামনে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান। ফোনটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এর সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন