Samsung Galaxy M13 5G ভারত সহ বিশ্ব বাজারে এন্ট্রি নিচ্ছে, লাইভ হল সাপোর্ট পেজ
গত মার্চে মাসে একটি রিপোর্ট মারফৎ জানা যায় যে জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা স্যামসাং ভারতে তাদের M-সিরিজের...গত মার্চে মাসে একটি রিপোর্ট মারফৎ জানা যায় যে জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা স্যামসাং ভারতে তাদের M-সিরিজের অধীনে Samsung Galaxy M13 5G হ্যান্ডসেটটির উৎপাদন শুরু করেছে। পরে একটি লাইভ ছবির মাধ্যমে এই স্যামসাং ফোনের ব্যাক প্যানেলের ডিজাইনটিও প্রকাশ্যে আসে। এছাড়া, সম্প্রতি ডিভাইসটিকে ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এর ডেটাবেসেও দেখা গেছে। এখন আবার Samsung Galaxy M13 5G সংস্থার ইউকে-র ওয়েবসাইটে উপস্থিত হয়েছে, যা থেকে অনুমান করা যায় এটি শীঘ্রই যুক্তরাজ্যে লঞ্চ হবে।
Samsung Galaxy M13 5G- কে দেখতে পাওয়া গেল Samsung UK-এর ওয়েবসাইটে
টেক সাইট মাইস্মার্টপ্রাইস, স্যামসাংয়ের ইউকে-র সাইটে SM-M135F/DSN মডেল নম্বর সহ গ্যালাক্সি এম১৩ ৫জি হ্যান্ডসেটটির সাপোর্ট পেজটি প্রথম স্পট করেছে। এর আগে, ডিভাইসটিকে ব্লুটুথ এসআইজি-তে একই মডেল নম্বরের সাথে দেখা গিয়েছিল, যা এর বাণিজ্যিক নামটি প্রকাশ করে। সংস্থার ওয়েবসাইট থেকে জানা গেছে যে, স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি ডুয়েল সিম সাপোর্ট সহ আসবে। যেহেতু এই ফোনের সাপোর্ট পেজটি লাইভ হয়ে গেছে, তাই এটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে উন্মোচিত হবে বলে আশা করা যায়।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত বিভিন্ন রিপোর্ট এবং সূত্র মারফৎ জানা গেছে, Galaxy M13 5G ব্লুটুথ ৫.০-এর সাথে আসবে। এতে সম্ভবত ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল থাকবে, তবে এর রেজোলিউশন এবং রিফ্রেশ রেটের মতো বিবরণগুলি এখনও অজানাই রয়েছে। আসন্ন ডিভাইসে একটি ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে, যা ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর নিয়ে গঠিত হবে বলে আশা করা হচ্ছে। ফোনের ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাটারির ক্ষমতা সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে না আসলেও, এটি নিশ্চিত করা হয়েছে যে, Galaxy M13 5G-এ ১৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। উল্লেখ্য, যুক্তরাজ্যের পাশাপাশি ভারতীয় বাজারেও এই এন্ট্রি-লেভেল ৫জি স্যামসাং ডিভাইসটি শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।