Samsung Galaxy M21 2021 Edition এর ওপর ধামাকাদার ডিসকাউন্ট, মাসিক কিস্তিতে কেনার সুযোগ

আজ প্রথমবার কেনা যাবে Samsung Galaxy M21 2021 Edition। গত সপ্তাহে এই ফোনটি ভারতে লঞ্চ হয়েছিল। ই-কমার্স সাইট Amazon ছাড়াও samsung.com থেকে আজ ফোনটির সেল…

আজ প্রথমবার কেনা যাবে Samsung Galaxy M21 2021 Edition। গত সপ্তাহে এই ফোনটি ভারতে লঞ্চ হয়েছিল। ই-কমার্স সাইট Amazon ছাড়াও samsung.com থেকে আজ ফোনটির সেল শুরু হবে। সেল অফার হিসেবে নির্বাচিত ব্যাংকের কার্ডধারীরা ১,৭৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। Samsung Galaxy M21 2021 Edition আসলে গতবছর লঞ্চ হওয়া Samsung Galaxy M21 এর আপগ্রেড ভার্সন। এই ফোনে পাওয়া যাবে ট্রিপল রিয়ার ক্যামেরা ও ৬,০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি দুটি কালারে উপলব্ধ- চারকোল ব্ল্যাক ও আর্কটিক ব্লু।

Samsung Galaxy M21 2021 Edition এর দাম ও সেল অফার

স্যামসাং গ্যালাক্সি এম২১ ২০২১ এডিশন ফোনের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ১২,৪৯৯ টাকা। আবার ফোনটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ১৪,৪৯৯ টাকা।

লঞ্চ অফার হিসেবে HDFC ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা স্যামসাং গ্যালাক্সি এম২১ ২০২১ এডিশন এর ওপর ১,৭৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এই অফার ইএমআই ট্রানজ্যাকশনের ক্ষেত্রেও প্রযোজ্য। এছাড়া ফোনটি নো কস্ট ইএমআই-এ কেনা যাবে।

Samsung Galaxy M21 2021 Edition এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এম২১ ২০২১ এডিশন অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউআই ওএস-এ চলবে। এই ফোনের সামনে দেখা যাবে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৩৪০ পিক্সেল) sAMOLED ইনফিনিটি ইউ ডিসপ্লে। ডিসপ্লের কাট আউটের মধ্যে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। আবার স্যামসাং গ্যালাক্সি এম২১ ২০২১ এডিশনের রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি ক্যামেরা হল ৪৮ মেগাপিক্সেল ISOCELL GM2 সেন্সর। বাকি দুটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

Samsung Galaxy M21 2021 Edition এক্সিনস ৯৬১১ প্রসেসর সহ এসেছে, সাথে আছে মালি জি৭২ এমপি৩ জিপিইউ। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy M21 2021 Edition ফোনে পাওয়া যাবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। কানেক্টিভিটি অপশনের মধ্যে ‌এই ফোনে আছে 4G VoLTE, ডুয়েল সিম, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন