নতুন ফিচার সহ Samsung Galaxy M31 ফোনে অবশেষে এল Android 12 বেসড One UI 4.1 আপডেট
Samsung Galaxy M31 ফোনের জন্য One UI 4.1 কাস্টম স্কিন রোল আউট করল সংস্থা। নতুন এই সফটওয়্যার আপডেটটি Android 12 ভিত্তিক,...Samsung Galaxy M31 ফোনের জন্য One UI 4.1 কাস্টম স্কিন রোল আউট করল সংস্থা। নতুন এই সফটওয়্যার আপডেটটি Android 12 ভিত্তিক, যার সাথে মার্চ ২০২২ এর সিকিউরিটি প্যাচ এসেছে। ফলে লেটেস্ট ইউআই পাওয়ার পাশাপাশি ফোনটি আরও বেশি নিরাপত্তা দেবে। নতুন এই আপডেটের ফার্মওয়্যার নম্বর, M315FXXU2CVCE এবং ফাইল সাইজ ২ জিবি। যদিও বিটা টেস্টারদের জন্য One UI 4.1 এর নয়া আপডেটের ফাইল সাইজ আরও কম হবে।
স্যামসাংয়ের তরফে জানানো হয়েছে যে, ওয়ান ইউআই ৪.১ আপডেট গ্যালাক্সি এম৩১ ফোনে অনেক 'ভিজ্যুয়াল চেঞ্জ' নিয়ে আসবে। আবার এতে জুড়বে র্যাম প্লাস এক্সপেনশন ফিচার, যা ইউজারদের প্রয়োজন মতো ভার্চুয়াল র্যাম যুক্ত করার স্বাধীনতা দেবে। এছাড়া নতুন আপডেট স্যামসাং গ্যালাক্সি এম৩১ ফোনে স্মার্ট উইজেট যোগ ও ক্যামেরার উন্নতি ঘটাবে।
পাশাপাশি, One UI 4.1 আপডেট Android 12 এর অনেক গুরুত্বপূর্ণ ফিচার ফোনে যুক্ত করবে। আবার ওয়ালপেপারের ভিত্তিতে ফোনের কালার পরিবর্তন হবে। অর্থাৎ মেনু, বাটন, ব্যাকগ্রাউন্ড প্রভৃতির কালার কাস্টমাইজ করা যাবে। এছাড়া এই আপডেট শক্তিশালী প্রাইভেসি প্রোটেকশন অফার করবে।
তাই আপনি যদি Samsung Galaxy M31 ব্যবহার করেন এবং এই আপডেটের নোটিফিকেশন না পেয়ে থাকেন, তাহলে ফোনের Settings > Software update > Download and install অপশনে গিয়ে আপডেট এসেছে কিনা চেক করতে পারেন। আপডেট করার সময় ওয়াই-ফাই কানেক্টিভিটির সাথে ফোন কে যুক্ত রাখুন এবং চার্জ ৫০ শতাংশ আছে কিনা দেখে নিন।