৬০০০ mAh ব্যাটারিরি সাথে আসছে Samsung Galaxy M31s

দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন কোম্পানি স্যামসাং এবছরে একেরপর এক স্মার্টফোন লঞ্চ করছে। ইতিমধ্যেই কোম্পানি ফ্ল্যাগশিপ সহ মিড ও বাজেট রেঞ্জে অনেকগুলি স্মার্টফোন বাজারে এনেছে। এবার কোম্পানি…

দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন কোম্পানি স্যামসাং এবছরে একেরপর এক স্মার্টফোন লঞ্চ করছে। ইতিমধ্যেই কোম্পানি ফ্ল্যাগশিপ সহ মিড ও বাজেট রেঞ্জে অনেকগুলি স্মার্টফোন বাজারে এনেছে। এবার কোম্পানি Samsung Galaxy M31 এর আপগ্রেড ভার্সন নিয়ে আসার তোড়জোড় শুরু করেছে। এম৩১ ফোনের মত এখানেও ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া থাকবে। এই ফোনের নাম হবে Galaxy M31s।

সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি এম৩১এস ফোনকে সার্টিফিকেশন সাইট TUV Rheinland এ দেখা গেছে। the_tech_guy নামে একজন টিপ্সটার এই ফোনকে সার্টিফিকেশন সাইটে দেখতে পায়। ওয়েবসাইট অনুযায়ী এই ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এরসাথে সাথে ফোনে ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং ও দেওয়া হবে। ফোনটি এক্সিনস প্রসেসরের সাথে আসতে পারে, যেখানে ৬.৪ ইঞ্চি ডিসপ্লে থাকবে।

এর আগে স্যামসাংয়ের এই ফোনকে বেঞ্চমার্ক সাইট গিকবেঞ্চে দেখা গিয়েছিল। যেখানে গ্যালাক্সি এম৩১এস ফোনটি এক্সিনস ৯৬১১ প্রসেসর ও ৬ জিবি র‌্যামের সাথে সাইটে অন্তর্ভুক্ত ছিল। স্যামসাং সবসময় এম সিরিজকে বাজেট ও মিড বাজেট রেঞ্জে লঞ্চ করে। আসা করি এই ফোনটিও ১৬-২০ হাজার টাকার মধ্যে আসবে।

Samsung Galaxy M31 স্পেসিফিকেশন :

এই ফোনে ৬.৪ ইঞ্চি এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এর ডিসপ্লে ডিজাইন ইনফিনিটি U নচ। কোম্পানি এখানে এক্সিনস ৯৬১১ প্রসেসর ব্যবহার করেছে। ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে আছে কোয়াড ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা সেটআপ হল ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল। এই ফোনে ১৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *