6000mah ব্যাটারির সঙ্গে এই মাসে ভারতে আসছে Samsung Galaxy M35 5G ফোন

স্যামসাং এবছরের মে মাসে ব্রাজিলে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনটি লঞ্চ করেছে। আর এখন, দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি ডিভাইসটিকে ভারতীয় বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। অ্যামাজন আসন্ন…

স্যামসাং এবছরের মে মাসে ব্রাজিলে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনটি লঞ্চ করেছে। আর এখন, দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি ডিভাইসটিকে ভারতীয় বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। অ্যামাজন আসন্ন ফোনটির একটি ব্যানার প্রকাশ্যে এনেছে, যা এই ই-কমার্স প্ল্যাটফর্মে হ্যান্ডসেটটির উপলব্ধতা নিশ্চিত করেছে। স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি গত বছরের গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোনের উত্তরসূরি হিসেবে আসবে। তবে স্মার্টফোনটি এদেশে আসবে বলে আগেই জানা গিয়েছিল, কারণ এটি প্রায় তিন মাস আগে ভারতে সাপোর্ট পেজে দেখা যায়।

স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনটি শীঘ্রই আসছে ভারতে

স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনের সঠিক লঞ্চের তারিখ প্রকাশ করেনি। অ্যামাজন ব্যানার শুধু প্রকাশ করেছে যে এটি শীঘ্রই আসছে। তবে, এটি প্রাইম ডে সেলের তারিখগুলিও প্রকাশ করে, যা ২০ জুলাই এবং ২২ জুলাই অনুষ্ঠিত হচ্ছে। তাই আশা করা যায় যে স্মার্টফোনটি এই সময়েই উন্মোচন করা হবে। স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনটিকে লাইট ব্লু, গ্রে এবং ডার্ক ব্লু কালার অপশনে বেছে নেওয়া যাবে। এতে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট সহ তিনটি উল্লম্বভাবে সজ্জিত ক্যামেরা সেন্সর থাকবে।

স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনের ভারতীয় সংস্করণ গ্লোবাল মডেলের মতোই হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট সাপোর্ট করবে। ফোনটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ এক্সিনস ১৩৮০ চিপসেটে চলবে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে এবং চার বছরের জন্য ওএস আপডেট পাবে বলে জানা গেছে।

স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনে ৬.৬ ইঞ্চির এসঅ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,০০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে৷ ফোনটিতে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। ফটোগ্রাফির জন্য, স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর উপস্থিত থাকবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন