২১ হাজার টাকার Samsung Galaxy M42 5G এক্সচেঞ্জ অফারে পাওয়া যাচ্ছে ১০ হাজার টাকার কমে

ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon আয়োজিত Prime Day Sale 2021 আজ তার অন্তিম দিনে পদার্পন করলো। আর কয়েক ঘন্টার মধ্যে সেলটি শেষ...
SUPARNA 27 July 2021 6:35 PM IST

ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon আয়োজিত Prime Day Sale 2021 আজ তার অন্তিম দিনে পদার্পন করলো। আর কয়েক ঘন্টার মধ্যে সেলটি শেষ হয়ে যাবে। যদিও তার আগে আমরা আপনাকে একটি সস্তা 5G ফোনের খোঁজ দেব। এই সেলে Samsung Galaxy M42 5G স্মার্টফোনকে অতিশয় কম দামে উপলব্ধ করা হয়েছে। শুধু তাই নয়, এই 5G স্মার্টফোনকে কেনার ক্ষেত্রে ১৩,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস, ব্যাঙ্ক কার্ড অফার, স্ট্যান্ডার্ড ইএমআই এবং নো-কস্ট ইএমআই-এর মতো লাভদায়ক অফারের সুবিধাও প্রদান করা হচ্ছে। আসুন সেলে স্যামসাং গ্যালাক্সি এম ৪২ ৫জি-এর ওপর পাওয়া অফার এবং ফোনটির দাম জেনে নেওয়া যাক

Samsung Galaxy M42 5G স্মার্টফোন দাম ও অফার

অ্যামাজন প্রাইম ডে সেলে স্যামসাং গ্যালাক্সি এম ৪২ ৫জি স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২০,৯৯৯ টাকা। এর সাথে ১৩,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। ফলে যারা পুরোনো হ্যান্ডসেটের পরিবর্তে স্যামসাংয়ের এই ৫জি স্মার্টফোনটি কিনতে‌ চাইছেন, তারা যদি পুরো এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যান তবে মাত্র ৭,৫৯৯ টাকায় ফোনটি নিজের করতে পারবেন। আর কিস্তিতে পেমেন্ট করতে চাইলে, মাসিক ৯৮৯ টাকার স্ট্যান্ডার্ড ইএমআই উপলব্ধ। এছাড়া, নো-কস্ট ইএমআই -এর সুবিধাও সামিল থাকছে।

গ্যালাক্সি সিরিজের উক্ত স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে সেলে ২২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই ভ্যারিয়েন্টের ওপরও ১৩,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। ফলে, এই পুরো এক্সচেঞ্জ ভ্যালুর লাভ ওঠাতে পারলে, মাত্র ৯,৫৯৯ টাকার বিনিময়ে স্যামসাং গ্যালাক্সি এম ৪২ ৫জি এর এই ভ্যারিয়েন্টটি কেনা যাবে। এছাড়া, স্ট্যান্ডার্ড ইএমআই এবং নো-কস্ট ইএমআই-এর সুবিধাও পাওয়া যাবে। সেক্ষেত্রে, স্ট্যান্ডার্ড ইএমআই-এর অধীনে গ্রাহকদের প্রতি মাসে ১,০৮৩ টাকার কিস্তি শোধ করতে হবে। আর, HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড (নন-ইএমআই) ব্যবহার করে পেমেন্ট করলে দেওয়া হবে ৫০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।

Samsung Galaxy M42 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম৪২ ৫জি স্মার্টফোনে, ৭২০x১,৬০০ পিক্সেল রেজোলিউশন যুক্ত একটি ৬.৬ ইঞ্চির সুপার অ্যামোলেড ইনফিনিটি ইউ-কাট ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর দ্বারা চালিত। এরই সাথে ডিফল্ট রূপে থাকছে, ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।

এই ৫জি ফোনে কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হলো, ৪৮ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল, ৫ মেগাপিক্সেল এবং অপর একটি ৫ মেগাপিক্সেল সেন্সর। একই ভাবে, ফোনের সামনের দিকে রয়েছে ২০ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড়ো ব্যাটারি উপস্থিত।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story
Share it