Samsung Galaxy M52 5G দুর্দান্ত ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে, ফাঁস কালার অপশন

Galaxy M42 5G এর পর Samsung তার Galaxy M সিরিজের আরও একটি 5G স্মার্টফোন তাড়াতাড়ি লঞ্চ করতে পারে বলে শোনা যাচ্ছে৷ Samsung এর এই আপকামিং…

Galaxy M42 5G এর পর Samsung তার Galaxy M সিরিজের আরও একটি 5G স্মার্টফোন তাড়াতাড়ি লঞ্চ করতে পারে বলে শোনা যাচ্ছে৷ Samsung এর এই আপকামিং হ্যান্ডসেটের নাম Galaxy M52 5G৷ কয়েকদিন আগেই ফোনটিকে বেঞ্চমার্কিং সাইট Geekbench-এ দেখা গিয়েছিল৷
সেখান থেকে ফোনটির প্রসেসর, স্টোরেজ, অ্যান্ড্রয়েড ভার্সন সর্ম্পকিত তথ্য সামনে এসেছিল৷ এখন GalaxyClub থেকে স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি এর ক্যামেরা স্পেসিফিকেশন ও কালার অপশন ফাঁস হল।

Samsung Galaxy M52 5G এর ক্যামেরা

স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি এর ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা থাকবে৷ মেইন ক্যামেরা হিসেবে ফোনটির রিয়ার ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেল Samsung ISOCELL GW3 সেন্সর ব্যবহার করা হবে৷ প্রাইমারি ক্যামেরাকে সঙ্গ দেওয়ার জন্য ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা থাকবে৷

সেলফি ও ভিডিও চ্যাটিং করার জন্য স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি-তে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা পাওয়া যাবে৷

Samsung Galaxy M52 5G এর কালার অপশন

স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি ইউরোপের দেশগুলিতে কালো, সাদা, এবং নীল রঙে উপলব্ধ হবে৷

Samsung Galaxy M52 5G Geekbench লিস্টিং

গিকবেঞ্চ লিস্টিং অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এম ৫২ ৫জি ফোনে থাকবে SM-M526BR (মডেল নম্বর) অক্টা কোর প্রসেসর। এই প্রসেসরের স্টান্ডার্ড ফ্রিকোয়েন্সি ১.৮০ গিগাহার্টজ, কোড নাম ‘Lahaina’। সাথে থাকবে অ্যাড্রিনো ৬৪২এল জিপিইউ। এই তথ্যগুলি ইঙ্গিত করে, স্যামসাং গ্যালাক্সি এম ৫২ ৫জি ফোনে কোয়ালকম স্ন‌্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করা হবে।

গিকবেঞ্চে ফোনটি ৬ জিবি র‌্যাম সহ অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও আমাদের বিশ্বাস লঞ্চের সময় এর আরও র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে। এছাড়া ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন