৪ হাজার টাকা দাম কমলো স্যামসাং গ্যালাক্সি নোট ১০ লাইট এর, মিলবে আরও ৫০০০ টাকা ক্যাশব্যাক

দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসাং সম্প্রতি তাদের কয়েকটি ফোনের দাম বাড়ালেও, জনপ্রিয় ফোন Galaxy Note 10 Lite সস্তায় কেনার সুযোগ এনে দিল। এই ফোনটি আপনি এখন…

দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসাং সম্প্রতি তাদের কয়েকটি ফোনের দাম বাড়ালেও, জনপ্রিয় ফোন Galaxy Note 10 Lite সস্তায় কেনার সুযোগ এনে দিল। এই ফোনটি আপনি এখন ৫,০০০ টাকা পর্যন্ত সস্তায় কিনতে পারবেন। কোম্পানি গ্যালাক্সি নোট ১০ লাইট এর উপর ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ছাড়াও, ব্যাংক অফার ও রেখেছে। আপনাকে জানাই এই ফোনটি এস পেনের সাথে লঞ্চ হয়েছিল। আসুন Galaxy Note 10 Lite এর উপর পাওয়া অফার সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

Samsung Galaxy Note 10 Lite : দাম ও অফার :

স্যামসাং গ্যালাক্সি নোট ১০ লাইট ফোনের ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম ছিল ৩৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম ছিল ৪২,৯৯৯ টাকা। তবে Samsung.com থেকে এই দুই ভ্যারিয়েন্ট আপনি যথাক্রমে ৩৭,৯৯৯ টাকা ও ৩৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন। আবার N2KOFF কুপন কোড ব্যবহার করলে থাকছে অতিরিক্ত ২,০০০ টাকা ছাড়। শুধু তাই নয় সিটি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা এই ফোনের উপর ৫,০০০ টাকা ক্যাশব্যাক পাবে। এই অফার ৩০ জুন পর্যন্ত উপলব্ধ।

Samsung Galaxy Note 10 Lite এর ডিসপ্লে ও ব্যাটারি :

এই ফোনের মাঝখানে হোল পাঞ্চ ডিজাইনের সাথে এজ টু এজ ডিসপ্লে রয়েছে। এছাড়াও বর্গগার শেপে ট্রিপল রিয়ার ক্যামেরা পাবেন। স্যামসাং গ্যালাক্সি নোট ১০ লাইট ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড Infinity-O ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজুলেশন ২৪০০×১০৮০ পিক্সেল। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক One UI ২.০ অপারেটিং সিস্টেমে চলবে। এছাড়াও এতে পাবেন ফাস্ট চার্জিং এর সাথে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Samsung Galaxy Note 10 Lite এর প্রসেসর ও ক্যামেরা :

নোট সিরিজের এই ফোনে ব্লুটুথ কানেক্টিভিটির সাথে S Pen পাবেন। যার মাধ্যমে মিউজিক, ভিডিও ও ক্যামেরা নিয়ন্ত্রণ করা যেতে পারে। এছাড়াও গ্যালাক্সি নোট ১০ লাইট ফোনে পাবেন অক্টা কোর সিপিইউ এর সাথে ১০এনএম চিপসেট। এই ফোনে এক্সিনস ৯৮১০ প্রসেসর দেওয়া হয়েছে। স্টোরেজের কথা বললে ফোনটি ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি/৮ জিবি র‍্যাম বিকল্পের সাথে পাওয়া যাবে।
এদিকে ক্যামেরা বিভাগে এই ফোনটির পিছনেও ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যেখানে তিনটি ক্যামেরাই হবে ১২ মেগাপিক্সেলের। এই তিনটি ক্যামেরা হলো ওয়াইড এঙ্গেল লেন্স, টেলিফোটো এবং আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *