আগামী ৫ আগস্ট লঞ্চ হবে বহুপ্রতীক্ষিত Samsung Galaxy Note 20 সিরিজ

দক্ষিণ কোরিয়ান কোম্পানি Samsung অবশেষে জানিয়ে দিল তাদের Galaxy Unpacked event আগামী ৫ আগস্ট বুধবার অনুষ্ঠিত হবে। আর এখানেই কোম্পানি তাদের আপকামিং ফ্ল্যাগশিপ সিরিজ Samsung…

দক্ষিণ কোরিয়ান কোম্পানি Samsung অবশেষে জানিয়ে দিল তাদের Galaxy Unpacked event আগামী ৫ আগস্ট বুধবার অনুষ্ঠিত হবে। আর এখানেই কোম্পানি তাদের আপকামিং ফ্ল্যাগশিপ সিরিজ Samsung Galaxy Note 20 লঞ্চ করবে। এরসাথে কোম্পানি ওই ইভেন্টে Galaxy Fold 2 ও লঞ্চ করতে পারে। প্রসঙ্গত কয়েকদিন আগেই জনপ্রিয় টিপ্সটার Ice Universe জানিয়েছিলেন স্যামসাং গ্যালাক্সি নোট ২০ সিরিজ আগামী ৫ আগস্ট লঞ্চ হবে। এরপর কোম্পানির এই ঘোষণা পরিষ্কার করে দেয় যে, ওইদিন আমরা বহু প্রতীক্ষিত স্যামসাং গ্যালাক্সি নোট ২০ সিরিজকে দেখতে পাবো।

Samsung Galaxy Note 20 সিরিজ সম্ভাব্য ফিচার ও দাম :

এই সিরিজে তিনটি ফোন থাকবে, যেগুলো হবে Galaxy Note 20, Note 20+ এবং Note 20 Ultra। এই সিরিজের প্রাথমিক ভ্যারিয়েন্ট হবে গ্যালাক্সি নোট ২০। এতে কোম্পানি এক্সিনস ৯৯২ প্রসেসর ব্যবহার করতে পারে। জানিয়ে রাখি গ্যালাক্সি এস ২০ তে এক্সিনস ৯৯০ প্রসেসর দেওয়া হয়েছিল। অন্যদিকে Galaxy Note 20 Ultra ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস প্রসেসর দেখতে পেতে পারি। এছাড়াও এই ফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০ এক্স ডিজিটাল জুম থাকতে পারে।

অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি নোট ২০ প্লাস ও আলট্রা ভ্যারিয়েন্টে LTPO OLED ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। আবার এই ডিসপ্লের রেজুলেশন হবে QHD+। যদিও নোট ২০ ফোনটি ফুল এইচডি প্লাস ৬০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লের সাথে আসতে পারে। গ্যালাক্সি নোট ২০ আলট্রা তে আয়তক্ষেত্রকারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, পেরিস্কোপ লেন্স, 3D ToF সেন্সর, এলইডি ফ্ল্যাশ ও S PEN পাওয়া যাবে।

যদিও কোম্পানির তরফে গ্যালাক্সি নোট ২০ সিরিজের দামের বিষয়ে কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে Galaxy Note 20 ফোনটি ৫০,০০০- ৬০,০০০ টাকার মধ্যে আসবে। Galaxy Note 20+ এর দাম হবে ৬৫,০০০- ৮০,০০০ টাকার মধ্যে। আবার Galaxy Note 20 Ultra আসবে ১ লাখ টাকার রেঞ্জে।