Samsung Galaxy Quantum 2 চলতি মাসেই আসছে দুর্ধর্ষ ফিচার সহ, ফাঁস হল লাইভ ইমেজ

ইতিমধ্যেই জানা গেছে Samsung Galaxy Quantum 2 (Galaxy A82 5G) আগামী ২৩ এপ্রিল লঞ্চ হতে পারে। ১৯ এপ্রিল থেকে ফোনটির রিজার্ভেশন শুরু হবে। কয়েকদিন আগেই…

ইতিমধ্যেই জানা গেছে Samsung Galaxy Quantum 2 (Galaxy A82 5G) আগামী ২৩ এপ্রিল লঞ্চ হতে পারে। ১৯ এপ্রিল থেকে ফোনটির রিজার্ভেশন শুরু হবে। কয়েকদিন আগেই দক্ষিণ কোরিয়ার একটি ব্লগ থেকে স্যামসাং গ্যালাক্সি কোয়ান্টাম ২ ( গ্যালাক্সি এ৮২ ৫জি) এর ডিজাইন সহ সমস্ত স্পেসিফিকেশন ফাঁস করা হয়েছিল। এবার ফোনটির লাইভ শট ইমেজ সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হল।

এই ছবিতে দেখা গেছে Samsung Galaxy Quantum 2 (Galaxy A82 5G) পাঞ্চ হোল ডিসপ্লে সহ আসবে। যাকে কোম্পানির ভাষায় ইনফিনিটি O বলা হয়। এর কাটাউট ডিসপ্লের উপরিভাগে মাঝ বরাবর থাকবে। আবার পিছনে দেখা যাবে আয়তো কার ক্যামেরা সেটআপের মধ্যে তিনটি ক্যামেরা সেন্সর ও এলইডি ফ্ল্যাশ।

Samsung Galaxy Quantum 2 (Galaxy A82 5G) এর দাম (সম্ভাব্য)

স্যামসাং গ্যালাক্সি কোয়ান্টাম ২ ( গ্যালাক্সি এ৮২ ৫জি) এর দাম রাখা হতে পারে ৬,৯৯,৯০০ সাউথ কোরিয়ান ওন (প্রায় ৪৬,৭৩১ টাকা)। এই মূল্য হতে পারে ফোনটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের। এটি গ্রে, হোয়াইট, ও লাইট ভায়োলেট কালার অপশনে পাওয়া যাবে। 

Samsung Galaxy Quantum 2 (Galaxy A82 5G) এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, এই ফোনে ৬.৭ ইঞ্চি WQHD+ রেজোলিউশন ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে থাকবে। আবার এতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

আবার স্যামসাং গ্যালাক্সি কোয়ান্টাম ২ ( গ্যালাক্সি এ৮২ ৫জি) ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৪৫০০ এমএইচ ব্যাটারি সহ আসবে। যদিও বক্সের মধ্যে ১৫ ওয়াট চার্জার থাকতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনের ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে।

এই ক্যামেরাগুলি হল – OIS সাপোর্ট ও এফ/১.৮ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + এফ/২.২ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স + এফ/২.৪ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সামনে থাকতে পারে ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। আবার গ্যালাক্সি কোয়ান্টাম ২ এর ওজন হবে ১৭৬ গ্রাম। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউআই ৩.১ কাস্টম স্কিনে চলতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন