সোনা-রুপোর আর্টিংয়ের বদলে হাতে রাখুন Samsung Galaxy Ring, হার্ট থেকে ঘুম সবকিছুর খেয়াল রাখবে
চলমান 'মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস' (MWC 2024) টেক শো -এর প্রথম দিনেই একাধিক ব্র্যান্ড তাদের একগুচ্ছ আপকামিং প্রোডাক্ট...চলমান 'মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস' (MWC 2024) টেক শো -এর প্রথম দিনেই একাধিক ব্র্যান্ড তাদের একগুচ্ছ আপকামিং প্রোডাক্ট প্রদর্শন করেছে। এই তালিকায় সামিল আছে Samsung -ও। দক্ষিণ কোরিয়ার এই টেক জায়ান্টটি আজ আনুষ্ঠানিকভাবে Galaxy Ring -এর প্রথম ঝলক দেখালো। একই সাথে, ডিভাইসটি চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে বলেও নিশ্চিত করা হয়েছে।
MWC 2024 ইভেন্টে প্রদর্শন করা হল Samsung Galaxy Ring
স্যামসাং গ্যালাক্সি রিং -এর ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশেষ কোনো তথ্য প্রকাশ্যে নিয়ে আসেনি টেক জায়ান্টটি। তবে এর ডিজাইন কেমন হবে তা নিশ্চিত করা হয়েছে। এই ওয়্যারেবল ডিভাইসটিকে মেটালিক বিল্ডের সাথে দেখা গেছে। দাবি করা হচ্ছে, এটি ওজনে খুব হালকা হবে এবং ২৪×৭ পরিধানের জন্য আরামদায়ক গ্রিপ সহ আসবে। সম্ভাবনা আছে এই স্মার্ট রিং বিভিন্ন আকারে অফার করা হবে।
হেলথ ফিচারের কথা বললে, গ্যালাক্সি রিং -কে স্যামসাং হেলথ অ্যাপের সাথে লিংক করার মাধ্যমে ব্যবহারকারীরা - হার্ট রেট পর্যবেক্ষণ, ব্লাড অক্সিজেন লেভেল ট্র্যাকিং এবং স্ট্রেস ম্যানেজমেন্ট সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন। আবার স্যামসাং দ্বারা শেয়ার করা একটি টিজার ইমেজ অনুসারে, গ্যালাক্সি রিং - স্টেপ, ক্যালোরি এবং ডিস্টেন্স বা দূরত্ব ট্র্যাক করতেও সক্ষম।
Samsung Galaxy Ring সম্পর্কে সংস্থার ডিজিটাল হেলথ টিমের প্রধান ডঃ হোন পাক (Dr Hon Pak) বলেছেন- “Galaxy Ring -এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সুস্থতার যাত্রার প্রতিটি ধাপ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি আরও সংযুক্ত, সমন্বিত এবং নির্বিঘ্ন ডিজিটাল ওয়েলনেস প্ল্যাটফর্মের অভিজ্ঞতাও অফার করবে এই স্যামসাং ডিভাইসটি।”