পুজো অফারে ৯ হাজার টাকা সস্তায় কিনুন Samsung Galaxy S20 FE

ভারতে সদ্য লঞ্চ হয়েছে Samsung Galaxy S20 FE। ফোনটির দাম শুরু হয়েছে ৪৯,৯৯৯ টাকা থেকে। তবে উৎসবের সময় এই ফোনটি এবার আরও সস্তায় পাওয়া যাবে।…

ভারতে সদ্য লঞ্চ হয়েছে Samsung Galaxy S20 FE। ফোনটির দাম শুরু হয়েছে ৪৯,৯৯৯ টাকা থেকে। তবে উৎসবের সময় এই ফোনটি এবার আরও সস্তায় পাওয়া যাবে। স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই ফোনটি এখন ৯,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টের সাথে কেনা যাবে। ই-কমার্স সাইট Amazon ছাড়াও অফলাইনে রিটেল স্টোরে এই অফার উপলব্ধ। আসুন Samsung Galaxy S20 FE এর ওপর পাওয়া এই অফার সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

Samsung Galaxy S20 FE এর ওপর অফার

ফেস্টিভ অফারে কোম্পানি সাধারণ ভাবেই স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই এর ওপর ৫,০০০ টাকা ছাড় দিচ্ছে। এই ডিসকাউন্ট ফোনটির ১২৮ জিবি ও ২৫৬ জিবি, উভয় ভ্যারিয়েন্টের ক্ষেত্রে প্রযোজ্য। আবার HDFC Bank এর কার্ড গ্রাহকরা ফোনটির ওপর অতিরিক্ত ৪,০০০ টাকা ছাড় পাবে। অর্থাৎ Samsung Galaxy S20 FE ফোনটি মোট ৯,০০০ টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ আছে।

যার পরে এই ফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম হবে ৪০,৯৯৯ টাকা। আবার ৪৪,৯৯৯ টাকা দাম হবে ফোনটির ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের। ফোনটি পাঁচটি রঙে উপলব্ধ – ক্লাউড রেড, ক্লাউড ল্যাভেন্ডার, ক্লাউড মিন্ট, ক্লাউড হোয়াইট এবং ক্লাউড নেভি।

Samsung Galaxy S20 FE স্পেসিফিকেশন

এই ফোনটি ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার এমোলেড Infinity-O ডিসপ্লের সাথে এসেছে। পারফরম্যান্সের কথা বললে এতে পাবেন এক্সিনস ৯৯০ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত প্রসেসর। পাওয়ারের জন্য এতে পাবেন ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। যেখানে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। যদিও বক্সের মধ্যে ১৫ ওয়াট চার্জার পাবে।

ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এস ২০ এফই ফোনে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি ক্যামেরা ওয়াইড এঙ্গেল লেন্স সহ ১২ মেগাপিক্সেল। দ্বিতীয় ক্যামেরাটি হল ১২ মেগাপিক্সেল এবং তৃতীয় ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর। সেলফি ক্যামেরার জন্য এতে আছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এই ফোনটির বডি আইপি৬৮ রেটিং প্রাপ্ত এবং সিকিউরিটির জন্য এতে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আবার এতে পাবেন স্টেরিও স্পিকার, যার সাথে Dolby audio টেকনোলজি যুক্ত। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড ওয়াইউআই ২.০ কাস্টম স্কিনের সাথে লঞ্চ হয়েছে।