Samsung Galaxy S21 FE ফোনে থাকবে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট, পেল 3C ও TUV Rheinland সার্টিফিকেশন

Samsung-এর সাপ্লাই চেইনে সমস্যার কারণে Galaxy S21 FE (গ্যালাক্সি এস২১ এফই) স্মার্টফোনের গণউৎপাদন সাময়িকভাবে বাতিল করা হয়েছে। সম্প্রতি এমনই খবর সামনে আসতেই Samaung-এর তরফে দ্রুত…

Samsung-এর সাপ্লাই চেইনে সমস্যার কারণে Galaxy S21 FE (গ্যালাক্সি এস২১ এফই) স্মার্টফোনের গণউৎপাদন সাময়িকভাবে বাতিল করা হয়েছে। সম্প্রতি এমনই খবর সামনে আসতেই Samaung-এর তরফে দ্রুত বিবৃতি জারি করে বলা হয়, Galaxy S21 FE-এর উৎপাদন স্থগিত রাখা হবে কি না, সেই বিষয়ে তারা কোনও সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। যেহেতু গত বছরের সেপ্টেম্বরে Galaxy S20 FE লঞ্চ হয়েছিল। তাই এ বছরের তৃতীয় ত্রৈমাসিক শেষ হওয়ার আগেই Samsung Galaxy S21 FE আত্মপ্রকাশ করবে বলেই টেকমহল মনে করছে। লঞ্চের সময় যে ধীরে ধীরে এগিয়ে আসছে, তার আভাস দিয়ে Galaxy S21 FE এবার TUV Rheinland ও চীনের 3C অথরিটির সার্টিফিকেশন পেয়ে গেল।

Samsug Galaxy S21 FE স্মার্টফোনের অর্ন্তগত SM-G990B/DS, SM-G990B, SM-G990N এবং SM-G9900 মডেল নম্বরগুলি TUV এর ডেটাবেসে দেখা গেছে, যদিও লিস্টিং থেকে স্পেকসের বিষয়ে কিছু জানা যায়নি। অন্য দিকে, চীনের 3C সার্টিফিকেশন সাইটের লিস্টিং অনুযায়ী, SM-G9900 মডেল নম্বরের Galaxy S21 FE স্মার্টফোনে ২৫ ওয়াট র‌্যাপিড চার্জিং সাপোর্ট থাকবে৷ প্রসঙ্গত, গত বছর লঞ্চ হওয়া Galaxy S20 FE হ্যান্ডসেটেও ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ছিল।

Samsung Galaxy S21 FE স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ফোনে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস এস-অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। আবার ফোনটিতে স্নাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে পাওয়া যেতে পারে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।

ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই এর পিছনে থাকবে তিনটি ক্যামেরা – ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ১২ মেগাপিক্সেল সুপারওয়াইড লেন্স + ১২ মেগাপিক্সেল অথবা ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে থাকতে পারে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি ব্ল্যাক, হোয়াইট, অলিভ গ্রীন, এবং পার্পল কালারে আসতে পারে।