Samsung Galaxy S21 সিরিজের সাথে নেই ইয়ারফোন ও চার্জিং অ্যাডাপ্টার, দাম কমলো ওয়াল চার্জারের

গতকালই লঞ্চ হয়েছে বহু প্রতীক্ষিত Samsung Galaxy S21 5G সিরিজ। তবে প্রত্যাশা মতই এই সিরিজের কোনো ডিভাইসের সাথে বিনামূল্যে ইয়ারফোন বা চার্জিং অ্যাডাপ্টার পাওয়া যাবেনা।…

গতকালই লঞ্চ হয়েছে বহু প্রতীক্ষিত Samsung Galaxy S21 5G সিরিজ। তবে প্রত্যাশা মতই এই সিরিজের কোনো ডিভাইসের সাথে বিনামূল্যে ইয়ারফোন বা চার্জিং অ্যাডাপ্টার পাওয়া যাবেনা। সুতরাং আপনার যদি কোনো ফাস্ট চার্জার না থাকে তাহলে আপনাকে নতুন একটি চার্জার কিনতে হবে। স্যামসাং গ্যালাক্সি এস২১ ৫জি এর রিটেল বক্সে কেবল ইউএসবি সি টু ইউএসবি সি কেবল বিনামূল্যে পাওয়া যাবে। Apple এর মত Samsung জানিয়েছে এই পদক্ষেপ তারা পরিবেশ রক্ষার্থে নিয়েছে।

প্রসঙ্গত iPhone 12 সিরিজ লঞ্চের সময়, Apple যখন ঘোষণা করেছিল যে, তারা এই সিরিজের কোনো ডিভাইসের সাথে চার্জিং অ্যাডাপ্টার ও ইয়ারপড দেবে না, তখন Samsung এই বিষয় নিয়ে যথেষ্ট মজা করেছিল। কিন্তু এবার নিজেদের Galaxy S21 5G সিরিজ লঞ্চের সময় তারাও একই পথে হাঁটলো। যদিও স্যামসাংকে এই কাজ করতে প্রথম দেখা গেল না। এর আগেও অ্যাপল যখন তাদের ফোন থেকে হেডফোন জ্যাক সরানোর ও নতুন নচ ডিসপ্লে ডিজাইনের ঘোষণা করেছিল, তখনও স্যামসাং অ্যাপলকে নিয়ে ঠাট্টা করতে ছাড়েনি। যদিও পরবর্তীতে তারাও একই পদক্ষেপ নেয়।

এদিকে নতুন সিরিজের সাথে চার্জার না দেওয়ার ঘোষণা করতেই, Samsung তাদের ২৫ ওয়াট ইউএসবি টাইপ সি ওয়াল চার্জারে (25W USB-C Wall Charger) দাম কমিয়ে দিয়েছে। এটি আগে ৩৪.৯৯ ডলারে (প্রায় ২,৫৫৯ টাকা) বিক্রি হতো, যা এখন থেকে ১৯.৯৯ ডলারে (প্রায় ১,৪৬২ টাকা) পাওয়া যাবে। অর্থাৎ প্রায় হাজার টাকা এই চার্জারের দাম কমানো হয়েছে।

Samsung Galaxy S21 5G সিরিজের কথা বললে, এই সিরিজে আছে তিনটি ফোন Galaxy S21 5G, Galaxy S21+5G ও Galaxy S21 Ultra 5G। স্যামসাং গ্যালাক্সি এস২১ ৫জি এর দাম শুরু হয়েছে ৬৯,৯৯৯ টাকা থেকে। আবার ৮১,৯৯৯ টাকা থেকে পাওয়া যাবে গ্যালাক্সি এস২১ প্লাস ৫জি। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা ৫জি এর দাম শুরু হয়েছে ১,০৫,৯৯৯ টাকা থেকে। এই সিরিজ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *