জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং (Samsung) ২০২০ সালের সেপ্টেম্বর মাসে সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ ফোন হিসেবে Samsung Galaxy S20 Fan Edition (FE) হ্যান্ডসেটটি উন্মোচন করেছিল। আবার চলতি বছরের জানুয়ারিতে এর উত্তরসূরি হিসেবে লঞ্চ হয়েছে Galaxy S21 FE মডেলটি। ২০২০-এর সেপ্টেম্বরেই সংস্থার তরফে জানানো হয় যে, তারা আগামী বছরগুলিতেও নতুন Fan Edition-এর মডেলগুলি ধারাবাহিকভাবে লঞ্চ করবে। তবে এখন একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, স্যামসাং বর্তমানে তাদের FE সিরিজটি বন্ধ করার পরিকল্পনা করছে। এই সম্পর্কে কি কি তথ্য উঠে আসছে, চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Samsung কি আর বাজারে আনবে না তাদের Fan Edition-এর হ্যান্ডসেট?
স্যামমোবাইল (Sammobile)-এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার সংস্থাটি, চলতি বছরের শুরুতে লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই-এর উত্তরসূরি হিসেবে গ্যালাক্সি এস২২ এফই মডেলটি লঞ্চ করবে না। পূর্ববর্তী হ্যান্ডসেটগুলির মডেল নম্বরের ওপর ভিত্তি করে, গ্যালাক্সি এস২২ এফই-এর মডেল নম্বর-SM-S900 হওয়ার কথা ছিল। তবে স্যামমোবাইলের তরফে বলা হয়েছে যে, এই মডেল নম্বরটির কোনও অস্তিত্ব নেই।
জানিয়ে রাখি, গ্যালাক্সি এস২১ এফই চলতি বছরে লঞ্চ হলেও, এটি গত বছরই আত্মপ্রকাশ করবে বলে আশা করা হয়েছিল। কেননা এর রেন্ডার এবং স্পেসিফিকেশনগুলি ২০২১-এর জুন থেকেই প্রকাশিত হতে শুরু করেছিল। বর্তমানে, গ্যালাক্সি এস২২ এফই-এর অস্তিত্ব প্রমাণ করার জন্য কোনও রিপোর্ট সামনে আসেনি।
অনুমান করা হচ্ছে যে, Samsung Galaxy S21 FE বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে। এর পিছনে কারণ হতে পারে যে, ফোনটি ২০২১ সালের তৃতীয় ত্রৈমাসিকে লঞ্চ হবে বলে আশা করা হয়েছিল, কিন্তু এটি শেষমেষ লঞ্চ হয় এবছর জানুয়ারিতে। আর এর আগমনের কয়েক সপ্তাহের মধ্যেই স্যামসাং উন্মোচন করে পরবর্তী প্রজন্মের Galaxy S22 সিরিজের হ্যান্ডসেটগুলি। আর নতুন ফ্ল্যাগশিপ বাজারে প্রবেশ করায় গ্রাহকরা S21 FE-এর প্রতি তাদের আগ্রহ হারিয়ে ফেলে বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, আগামী আগস্ট মাসে স্যামসাং তাদের আপকামিং Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip 4 ফোল্ডেবল স্মার্টফোনগুলির পাশাপাশি Galaxy Watch 5 সিরিজটিও লঞ্চ করবে বলে জানা গেছে। তবে এবছরের চতুর্থ ত্রৈমাসিকের মধ্যে সংস্থার নতুন কোনও সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট লঞ্চ করার পরিকল্পনা আছে কিনা, তা এখন দেখার।