Samsung Galaxy S22 ও Galaxy S22+ আসছে ছোট ডিসপ্লে সহ, চমক থাকছে Galaxy S22 Ultra তে

Samsung তার বহু প্রতীক্ষিত S21 ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোন জানুয়ারিতে লঞ্চ করেছিল। জানুয়ারি থেকে জুন, মাঝের এই সময়েও কিন্তু Galaxy S সিরিজের পরবর্তী প্রজন্মের ফোন S22…

Samsung তার বহু প্রতীক্ষিত S21 ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোন জানুয়ারিতে লঞ্চ করেছিল। জানুয়ারি থেকে জুন, মাঝের এই সময়েও কিন্তু Galaxy S সিরিজের পরবর্তী প্রজন্মের ফোন S22 নিয়ে নানা তথ্য প্রকাশ হয়েছে। শোনা যাচ্ছে, Samsung Galaxy S22 (স্যামসাং গ্যালাক্সি এস ২২) সিরিজের ফোনগুলির ক্যামেরা জাপানি অপটিক্স ব্র্যান্ড Olympus (অলিম্পাস) দ্বারা নির্মিত হবে। এছাড়াও, রিপোর্টে দাবি করা হয়েছে, আসন্ন Samsung Galaxy S22 সিরিজে 3D ToF (Time-of-Flight) সেন্সরের দেখা নাও মিলতে পারে। আবার খুব সম্প্রতি Samsung-এর হোম মার্কেট অর্থাৎ সুদূর দক্ষিণ কোরিয়া থেকে একটি নতুন রিপোর্ট সামনে আসে। যেখানে বলা হয়, Galaxy S22 সিরিজে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার ব্যবহার হওয়ার সম্ভাবনা কম।

তথ্যসন্ধানী, Samsung-এর পরিকল্পনা নিয়ে ওকায়িবহল এমন লোকজন, এবং টিপস্টারেরা এখন থেকেই লেগে পড়েছেন। যাতে Samsung Galaxy S সিরিজের পরবর্তী প্রজন্মের ফোন অফিসিয়াল হওয়ার আগেই একের পর এক লিক তাঁরা তুলে ধরতে পারেন। আগামী বছর লঞ্চ হতে চলা Galaxy S22-এর ডিসপ্লে কতটা ছোট-বড় হবে, তা এবার বিভিন্ন সূত্র মারফত সামনে এল।

জানা গেছে, গ্যালাক্সি এস ২২ স্মার্টফোনে ৬.০৬ – ৬.১ ইঞ্চি ডিসপ্লে থাকবে। গ্যালাক্সি এস ২২ প্লাস এর ডিসপ্লে ৬.৫৫ – ৬.৬৬ ইঞ্চির মধ্যে হবে। এবং গ্যালাক্সি এস ২২ আল্ট্রা-তে ৬.৮০ – ৬.৮১ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার হবে।

অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে, Galaxy S22 Ultra বাদ দিলে আগের মডলের চেয়ে Galaxy S22 ও Galaxy S22+ একটু ছোট ডিসপ্লের সাথে আসবে। তুলনা টানলে, Galaxy S21 ও Galaxy S21+ যথাক্রমে ৬.২ ইঞ্চি ও ৬.৭ ইঞ্চি ডিসপ্লে সহ এসেছিল। প্রত্যেকটি মডেলের স্ক্রিন রেজোলিউশন বা ডিসপ্লে প্যানেলের বিষয়ে জানা যায়নি। তবে সূত্র বলছে, কেবলমাত্র Galaxy S22 Ulltra স্মার্টফোনে LTPO প্যানেল ব্যবহার হবে।

Samsung Galaxy S সিরিজের নেক্সট জেনারেশন স্মার্টফোন নিয়ে এমনই টুকরো টুকরো সব তথ্য ক্রমশ সামনে আসবে। নিজেকে আপডেট রাখতে হলে অবশ্যই টেকগাপের প্রতিবেদনে নজর রাখুন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন