Samsung Galaxy S22 সিরিজ আসছে নয়া Bora Purple কালারের সাথে

চলতি বছর ফেব্রুয়ারি মাসে স্যামসাং আয়োজিত গ্যালাক্সি আনপ্যাকড ২০২২ (Galaxy Unpacked 2022) ইভেন্টে লেটেস্ট Samsung...
Ananya Sarkar 14 July 2022 7:39 PM IST

চলতি বছর ফেব্রুয়ারি মাসে স্যামসাং আয়োজিত গ্যালাক্সি আনপ্যাকড ২০২২ (Galaxy Unpacked 2022) ইভেন্টে লেটেস্ট Samsung Galaxy S22 স্মার্টফোন সিরিজটির ওপর থেকে পর্দা সরানো হয়। এই লাইনআপে অন্তর্ভুক্ত Galaxy S22, S22+ এবং S22 Ultra স্মার্টফোন তিনটি তাদের প্রিমিয়াম ডিজাইন এবং ফ্লাগশিপ গ্রেডের স্পেসিফিকেশনের মাধ্যমে গ্রাহকদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। এখন একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে যে, লঞ্চের চার মাস পর Samsung Galaxy S22 সিরিজের হ্যান্ডসেটগুলি শীঘ্রই নতুন বোরা পার্পল (বেগুনী) (Bora Purple) কালার অপশনে উপলব্ধ হবে। দক্ষিণ কোরিয়ার সংস্থাটি সপ্তাহ দুয়েকের মধ্যেই এই কালার ভ্যারিয়েন্টটি বাজারে উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, কিছুদিন আগেই স্ট্যান্ডার্ড Galaxy S22 এবং Galaxy S22+ মডেল দুটির জন্য নতুন ভায়োলেট কালার অপশন বাজারে আনা হয়েছে। এই ভায়োলেট মডেলে একটি সোনালি ফ্রেম দেখতে পাওয়া যায়, তবে বোরা পার্পল ভ্যারিয়েন্টের ফ্রেম এবং ক্যামেরা মডিউলটিও একই বেগুনি রঙের হবে বলে মনে করা হচ্ছে। আকর্ষণীয় বিষয় হল, এই নতুন রঙের বিকল্পটি এর আগে লঞ্চ হওয়া বিটিএস (দক্ষিন কোরিয়ার বিখ্যাত বয় ব্যান্ড) এডিশনের গ্যালাক্সি স্মার্টফোনের কথা গ্রাহকদের মনে করিয়ে দেবে বলে মনে করা হচ্ছে।

Samsung Galaxy S22 সিরিজের ফোনগুলি শীঘ্রই মিলবে বোরা পার্পল কালারে

উইনফিউচার (WinFuture)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, স্যামসাং আগামী দুই সপ্তাহের মধ্যেই গ্যালাক্সি এস২২ লাইনআপের জন্য বোরা পার্পল কালার অপশনটি উন্মোচন করতে পারে। রিপোর্টে প্রকাশ করা রেন্ডারগুলিতে স্যামসাং গ্যালাক্সি এস২২ স্ট্যান্ডার্ড মডেলটির বোরা পার্পল ভ্যারিয়েন্টটিকে দেখা গেছে। রেন্ডার অনুযায়ী, এই হ্যান্ডসেটটি বেগুনি রঙের ফ্রেম এবং ক্যামেরা মডিউল সহ একটি সম্পূর্ণ বেগুনি রঙের বডির সাথে আসবে। বোরা পার্পল কালার অপশনটি অতীতে উন্মোচিত বিটিএস (BTS) এডিশনের গ্যালাক্সি স্মার্টফোনের মতোই দেখতে হবে বলে মনে করা হচ্ছে। তবে, বোরা পার্পল কালার অপশনের স্যামসাং গ্যালাক্সি এস২২ মডেলগুলির সাথে দক্ষিণ কোরিয়ান এই বিখ্যাত ব্যান্ডটির কোনও যোগ আছে বলে মনে করা হচ্ছে না।

প্রসঙ্গত, Galaxy S22-এর ভায়োলেট ভ্যারিয়েন্টটি ভারতের বাজারে উপলব্ধ নেই, আবার আসন্ন বোরা পার্পল কালার অপশনটি এদেশের বাজারে পা রাখবে কিনা সে সম্পর্কে কোনও তথ্য আপাতত জানা যায়নি। তবে সাম্প্রতিক একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে, রেগুলার Galaxy S22 ফোনটির একটি ল্যাভেন্ডার পার্পল ভ্যারিয়েন্ট শীঘ্রই বাজারে আত্মপ্রকাশ করতে পারে। এটিই উল্লিখিত বোরা পার্পল অপশনটি বলে মনে হচ্ছে।

উল্লেখ্য, Samsung Galaxy S22 এবং Galaxy S22+ ভারতে গ্রীন, ফ্যান্টম ব্ল্যাক, ফ্যান্টম হোয়াইট এবং পিঙ্ক গোল্ড- এই চারটি কালার অপশনে পাওয়া যাচ্ছে। এদিকে, Galaxy S22 Ultra মডেলটিকে বারগেন্ডি, গ্রীন, ফ্যান্টম ব্ল্যাক এবং ফ্যান্টম হোয়াইট- এই চারটি কালার অপশনে বেছে নেওয়া যায়। উইনফিউচারের রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, Galaxy S22 ছাড়াও Galaxy Z Fold 4, Galaxy Z Flip 4, Galaxy Buds 2 Pro-এর মতো কিছু আসন্ন গ্যালাক্সি ডিভাইসও বোরা পার্পল কালার অপশনে পাওয়া যেতে পারে।

Show Full Article
Next Story