দুর্দান্ত অফারের সাথে Samsung Galaxy S22, S22+, S22 Ultra, Tab S8, S8+ ও S8 Ultra এর আজ থেকে সেলে শুরু

গত ৯ই ফেব্রুয়ারি Galaxy Unpacked 2022 লঞ্চ ইভেন্টে Samsung Galaxy S22 স্মার্টফোন সিরিজের পাশাপশি Samsung Galaxy Tab S8 সিরিজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। যার মধ্যে,…

গত ৯ই ফেব্রুয়ারি Galaxy Unpacked 2022 লঞ্চ ইভেন্টে Samsung Galaxy S22 স্মার্টফোন সিরিজের পাশাপশি Samsung Galaxy Tab S8 সিরিজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। যার মধ্যে, স্মার্টফোন সিরিজের অধীনে মোট তিনটি ফ্ল্যাগশিপ মডেল আত্মপ্রকাশ করেছে – Samsung Galaxy S22, Samsung Galaxy S22+ ও Samsung Galaxy S22 Ultra। অন্যদিকে, ট্যাবলেট সিরিজের অধীনে Samsung Galaxy Tab S8, Galaxy Tab S8+ এবং Galaxy Tab S8 Ultra – এই তিন বহু প্রতীক্ষিত ট্যাবলেট এসেছে। এরপর ডিভাইসগুলি ভারতে আসে। আর আজ অর্থাৎ ১৩ই মার্চ উল্লেখিত সিরিজ-দ্বয়ের প্রত্যেকটি মডেলকে ভারতে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ করা হল। ক্রেতারা সেল অফার হিসাবে বিভিন্ন প্রকারের অফার, আপগ্রেড বোনাস ও ক্যাশব্যাক পাবেন। সর্বোপরি, স্মার্টফোন সিরিজের মডেলগুলির সাথে আবার বিনামূল্যে Samsung এর ওয়্যারেবল ও অডিও ডিভাইস পাওয়া যাবে বলে জানানো হয়েছে। তদুপরি, নবাগত Galaxy Tab S8 সিরিজ ইতিমধ্যেই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Samsung.com), স্যামসাং এক্সক্লুসিভ স্টোর, অনলাইন পোর্টাল এবং রিটেল আউটলেটের মাধ্যমে কেনা যাবে। তাহলে চলুন এবার Samsung Galaxy S22 স্মার্টফোন সিরিজ এবং Samsung Galaxy Tab S8 ট্যাবলেট সিরিজের দাম, সেল অফার ও ফিচার সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক এবার।

Samsung Galaxy Tab S8, Samsung Galaxy S22 এর সাথে ৮,০০০ টাকা পর্যন্ত আপগ্রেড বোনাস দেওয়া হবে

আপনারা যদি স্যামসাং গ্যালাক্সি এস সিরিজ এবং গ্যালাক্সি নোট সিরিজ ব্যবহারকারী হয়ে থাকেন, তবে নবাগত স্মার্টফোন ও ট্যাবলেট ডিভাইসগুলি কেনার ক্ষেত্রে ৮,০০০ টাকার আপগ্রেড বোনাস পেয়ে যাবেন। এছাড়া, অন্যান্য স্মার্টফোন ব্যবহারকারীরা, নয়া স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের স্মার্টফোন কেনার ক্ষেত্রে ৫,০০০ টাকার আপগ্রেড বোনাস পাবেন। এছাড়া, যেসকল ক্রেতারা স্যামসাং ফিন্যান্স+ (Samsung Finance+) এর মাধ্যমে নতুন গ্যালাক্সি এস২২ সিরিজের স্মার্টফোন কিনবেন তাদের অতিরিক্ত ৫,০০০ টাকার ক্যাশব্যাক অফার করা হবে।

Samsung Galaxy Tab S8 ফিচার, দাম ও সেল অফার

Samsung Galaxy S22 Ultra: স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফোনের ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম ১,০৯,৯৯৯ টাকা। অফারের কথা বললে, এই স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে গ্রাহকেরা ২৬,৯৯৯ টাকা দামের Samsung Galaxy Watch 4 স্মার্টওয়াচকে মাত্র ২,৯৯৯ টাকা খরচ করে কিনে নিতে পারবেন। এটি – ফ্যান্টম ব্ল্যাক, হোয়াইট, বারগান্ডি, গ্রীন, গ্রাফাইট, রেড এবং স্কাই ব্লু কালার অপশনে উপলব্ধ।

ফিচার : Samsung Galaxy S22 Ultra ফোনে একটি ৬.৮ ইঞ্চির কোয়াড এইচডি প্লাস (৩,০৮৮ ×১,৪৪০ পিক্সেল) ২এক্স AMOLED প্যানেল আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১০০% DCI-P3 কালার কভারেজ এবং ১,৭৫০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এটি কোয়ালকম এসএম৮৪৫০ স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর সহ এসেছে। আর অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) কাস্টম স্কিনে চলবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ৩এক্স অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ১০এক্স অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স। ফোনের সামনে ৪০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। এতে ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে, যার সাথে ৪৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

Samsung Galaxy S22+: স্যামসাং গ্যালাক্সি এস২২+ স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ৯৪,৯৯৯ টাকা। এই মডেলের সাথে গ্রাহকেরা ১১,৯৯৯ টাকা দামের Samsung Galaxy Buds 2 অডিও ডিভাইসটিকে মাত্র ২,৯৯৯ টাকা খসিয়ে কিনে নিতে পারবেন। এটিকে ৮টি কালার অপশনে পাওয়া যাবে – ফ্যান্টম ব্ল্যাক, হোয়াইট, পিঙ্ক গোল্ড, গ্রিন, গ্রাফাইট, স্কাই ব্লু, ভায়োলেট এবং ক্রিম।

ফিচার : Samsung Galaxy S22 ফোনে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি (১০৮০x২৩৪০ পিক্সেল) ডাইনামিক AMOLED ২এক্স ডিসপ্লে প্যানেল আছে। এই ডিসপ্লে, ৪৮ হার্টজ – ১২০ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, এইচডিআর১০+, ১৭৫০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এটি কোয়ালকম এসএম৮৪৫০ স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরের সঙ্গে এসেছে৷ এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.০ কাস্টম ইন্টারফেস চালিত। ডিভাইসটির ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা লক্ষণীয় – IOS সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, OIS ও ৩এক্স অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। আর ফোনের সামনে একটি ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। স্যামসাং গ্যালাক্সি এস২২+ ফোনে ৪,৫০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ৪.৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে।

Samsung Galaxy S22: স্যামসাং গ্যালাক্সি এস২২ স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ৭২,৯৯৯ টাকা। এই মডেলের সাথে, ১১,৯৯৯ টাকা দামের Samsung Galaxy Buds 2 -কে মাত্র ২,৯৯৯ টাকায় কেনা যাবে। এই স্মার্টফোনটি – ফ্যান্টম ব্ল্যাক, হোয়াইট, পিঙ্ক গোল্ড, গ্রিন, গ্রাফাইট, স্কাই ব্লু, ভায়োলেট এবং ক্রিম কালার অপশনে উপলব্ধ।

ফিচার : ফ্ল্যাগশিপ স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনে আছে একটি ৬.১ ইঞ্চির ফুল এইচডি (১০৮০x২৩৪০ পিক্সেল) ডাইনামিক AMOLED ডিসপ্লে, যা ৪৮ হার্টজ থেকে ১২০ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, এবং ১৫০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। স্যামসাং গ্যালাক্সি এস২২ এর ভারতীয় ভার্সনে ৪এনএম প্রসেসিং নোড ভিত্তিক কোয়ালকম এসএম৮৪৫০ স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম চালিত। স্যামসাং গ্যালাক্সি এস২২+ এবং সিরিজের এই বেস মডেলটির ক্যামেরা স্পেসিফিকেশনের মধ্যে কোনও পার্থক্য নেই। পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এস২২, ৩,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারির সাথে এসেছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এই নয়া হ্যান্ডসেটে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান।

Samsung Galaxy Tab S8 Series ফিচার, দাম ও সেল অফার

Samsung Galaxy Tab S8 Ultra: স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ আল্ট্রা ট্যাবলেটের দাম ১,০৮,৯৯৯ টাকা। এটির সাথে, আপনারা ২২,৯৯৯ টাকা দামের কীবোর্ড কভার পেয়ে যাবেন মাত্র ১১,৫০০ টাকায়। এছাড়া, HDFC ব্যাঙ্কের কার্ড হোল্ডারদের এই ট্যাবলেটটি কেনার ক্ষেত্রে ১০,০০০ টাকার ক্যাশব্যাক অফার করা হবে।

ফিচার : Samsung Galaxy Tab S8 Ultra ট্যাবলেটে একটি ১৪.৬ ইঞ্চির WQXGA+ (২,৯৬০x১,৮৪৮ পিক্সেল) সুপার AMOLED ডিসপ্লে মিলবে, যার পিক্সেল ডেনসিটি ২৪০পিপিআই এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এটি ৪এনএম প্রসেসিং নোড ভিত্তিক অক্টা-কোর প্রসেসর শো এসেছে। এই ট্যাবে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। ট্যাব এস৮ আল্ট্রা -তে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৬ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড শ্যুটার যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আবার ডিভাইসের সামনে ডুয়েল সেলফি ক্যামেরা সেটআপ দেখা যাবে। এগুলি হল, ১২ মেগাপিক্সেল ওয়াইড সেন্সর এবং আল্ট্রা-ওয়াইড শ্যুটার। সিকিউরিটির জন্য এতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়া, গ্যালাক্সি ট্যাব এস৮ ট্যাবলেটে সুপার ফাস্ট চার্জিং ২.০ সাপোর্ট সহ ১১,২০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

Samsung Galaxy Tab S8+: স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮+ ট্যাবলেটের দাম ৭৪,৯৯৯ টাকা রাখা হয়েছে। গ্রাহকেরা এর সাথে ১২,৪৯৯ টাকা দামের কীবোর্ড কভার মাত্র ৬,২৫০ টাকায় পেয়ে যাবেন। এছাড়া, HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ট্যাব এস৮+ ডিভাইসটি কিনলে ৮,০০০ টাকার ক্যাশব্যাক দেওয়া হবে। কালার অপশনের কথা বললে, এই ট্যাবলেটটি – গ্রাফাইট, সিলভার এবং পিঙ্ক গোল্ডে উপলব্ধ।

ফিচার : স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮+ মডেলে দেখা যাবে একটি ১২.৪ ইঞ্চির WQXGA+ (২,৮০০x১,৭৫২ পিক্সেল) সুপার AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লে ২৬৬পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্যামসাংয়ের এই নয়া ট্যাবটি একটি অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত। আর এতে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ বর্তমান। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউ আই ট্যাব৪ (One UI Tab 4) কাস্টম স্কিনে চলে। ফটোগ্রাফির জন্য, এই মডেলে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৬ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড শ্যুটার সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। আর সামনে ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকবে। নিরাপত্তার জন্য এই ট্যাবটিও আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে। এছাড়াও গ্যালাক্সি ট্যাব এস৮+ সুপার ফাস্ট চার্জিং ২.০ (৪৫ ওয়াট পর্যন্ত) সহ ১০,০৯০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ এসেছে।

Samsung Galaxy Tab S8: স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ -এর দাম ৫৮,৯৯৯ টাকা। এটি খরিদ করলে ৯,৩৯৯ টাকা দামের কীবোর্ড কভার মাত্র ৪,৭০০ টাকায় পেয়ে যাবেন। একই সাথে, HDFC ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে ট্যাবলেটটি কিনলে ৭,০০০ টাকার ক্যাশব্যাক মিলবে। এটিকে, গ্রাফাইট, সিলভার এবং পিঙ্ক গোল্ড কালার অপশনে বেছে নেওয়া যাবে।

ফিচার : স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ ট্যাবলেটে রয়েছে একটি ১১ ইঞ্চির WQXGA (২,৫৬০ x ১,৬০০ পিক্সেল) LTPS TFT ডিসপ্লে, যার পিক্সেল ডেনসিটি ২৭৬ পিপিআই এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই নতুন ট্যাবে ব্যবহার করা হয়েছে ৪ এনএম প্রসেসিং নোড ভিত্তিক অক্টা-কোর প্রসেসর। অনুমান করা হচ্ছে এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেটটি হতে পারে। এটি ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে এই ট্যাবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ট্যাব ৪ (One UI Tab 4) কাস্টম স্কিন পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য, স্যামসাংয়ের এই ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপলব্ধ। এগুলি হল, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৬ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড শ্যুটার। একই সাথে, ট্যাবলেটের সামনে ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর বর্তমান। এছাড়া, ট্যাবলেটটিতে একটি আপগ্রেডেড ডিইএক্স (DeX) মোড মিলবে, যা অ্যাপগুলিকে রিসাইজেবল করার এবং ট্রান্সপারেন্ট উইন্ডো থাকার অনুমতি দেয়। পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ -এ ৮,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা সুপার ফাস্ট চার্জিং ২.০ (৪৫ ওয়াট পর্যন্ত) সাপোর্ট করে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন