Samsung Galaxy S22 সিরিজে থাকতে পারে iPhone 12 Pro Max এর এই ক্যামেরা ফিচার

বাজারে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার লক্ষ্যে বিভিন্ন সংস্থার প্রতিযোগীসম নানা পদক্ষেপ – ভারত তথা সারা বিশ্বের মানুষের জন্য কোনো নতুন বিষয় নয়। ফলত, Apple এবং…

বাজারে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার লক্ষ্যে বিভিন্ন সংস্থার প্রতিযোগীসম নানা পদক্ষেপ – ভারত তথা সারা বিশ্বের মানুষের জন্য কোনো নতুন বিষয় নয়। ফলত, Apple এবং Samsung-এর মত দুই জনপ্রিয় মাল্টি-টেক ব্র্যান্ডের বহুবছরের লড়াইয়ের কথাও সবারই জানা। কিন্তু হালফিল সময়ে যে, Samsung বারবার Apple-এর জুতোতেই পা গলাচ্ছে সেই ব্যাপারটিও বোধহয় সহজে সাধারণ মানুষের চোখ এড়াচ্ছে না! আসলে, লেটেস্ট আইফোন সিরিজ লঞ্চের পর Apple ডিভাইসের সাথে চার্জিং অ্যাডাপ্টার সরবরাহ না করার ঘোষণার পর, সাময়িকভাবে ঘটনার সমালোচনা করলেও পরবর্তী সময়ে নিজের Galaxy S21 সিরিজ লঞ্চের সময় একই সিদ্ধান্ত নেয় Samsung। তবে এখানেই শেষ নয়, সাম্প্রতিক রিপোর্ট বলছে, Samsung নিজের ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরা পারফরম্যান্স আপগ্রেড করার জন্য এবার iPhone 12 Pro Max-এর ক্যামেরা ফিচার ধার নিতে পারে।

ম্যাশাবেল ইন্ডিয়ার মতে, গতবছর লঞ্চ হওয়া Samsung Galaxy S20 Ultra স্মার্টফোনটি ক্যামেরার অটোফোকাস এবং স্টেবিলিটির সমস্যার জন্য ব্যাপক সমালোচিত হয়েছিল। এই কারণে ফোনটির ক্যামেরায় এখনও নানা বিবর্তন আনা হচ্ছে। আবার লেটেস্ট Galaxy S21 সিরিজের ক্যামেরা আউটপুট এমনিতে ভালো হলেও, গ্রাহকদের প্রত্যাশা ছিল আরো বেশি কিছুর। এদিকে, Apple-এর নতুন iPhone 12 সিরিজে OIS টেকনোলজির বদলে ক্যামেরা সেন্সর শিফ্টিং স্ট্র্যাটেজির ব্যবহার অত্যন্ত সমাদৃত হয়েছে। তাই জল্পনা শুরু হয়েছে যে Samsung তার পরবর্তী ফ্ল্যাগশিপ সিরিজ অর্থাৎ Galaxy S22 সিরিজের ফোনগুলিতে এই অত্যাধুনিক ফিচার ব্যবহার করতে পারে।

এই প্রসঙ্গে বলে রাখি, আগে OIS বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারটি স্মার্টফোন নির্মাতাদের জন্য একটি গর্বের বিষয় ছিল; কারণ, EIS বা ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশনের থেকে এটি আরও উন্নত ফলাফল সরবরাহ করে থাকে। কিন্তু এই প্রযুক্তিটি ব্যবহারের জন্য সামগ্রিক খরচ অনেকটাই বেশি। সেক্ষেত্রে হাই-এন্ড স্মার্টফোনে সেন্সর-শিফ্ট প্রযুক্তি ব্যবহার করলে বেশি সাশ্রয় তো হয়ই, তাছাড়া আউটপুট সরবরাহের ক্ষেত্রে এটি OIS-এর আদর্শ বিকল্পও বটে।

কী এই সেন্সর-শিফট ক্যামেরা প্রযুক্তি?

সেন্সর-শিফট ইমেজ স্টেবিলাইজেশন আসলে তিনটি অটোমেটেড ইন-সলিউশনের মধ্যে একটি, যা দুর্দান্ত ক্যামেরা স্টেবিলিটি সরবরাহ করতে সক্ষম। এবং এটির বিখ্যাত হওয়ার পিছনে রয়েছে একটি অসাধারণ বৈশিষ্ট্য যা কোনো অবাঞ্ছিত অবস্থায় ছবির মান ঠিক রাখার জন্য লেন্সের বদলে পুরো ইমেজ সেন্সরটিকেই সরিয়ে দেয়। ইতিমধ্যে iPhone 12 Pro Max হ্যান্ডসেটসহ বেশ কয়েকটি ডিজিটাল ক্যামেরায় এটি ব্যবহার করা হয়েছে যেখানে OIS-এর উপস্থিতি নেই।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন