Samsung Galaxy S22 Ultra এখন পাওয়া যাবে Green কালারে, মিলবে ৪৩ হাজার টাকা ছাড়

Samsung Galaxy S22 Ultra আজ নতুন কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হল। এখন থেকে সিরিজের আল্ট্রা মডেলটিকে গ্রীন ফিনিশিং (Green...
SUPARNA 23 May 2022 7:30 PM IST

Samsung Galaxy S22 Ultra আজ নতুন কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হল। এখন থেকে সিরিজের আল্ট্রা মডেলটিকে গ্রীন ফিনিশিং (Green Finishing) কালারে পাওয়া যাবে। প্রসঙ্গত, এই মডেলটি গত ফেব্রুয়ারি মাসে মোট তিনটি কালার অপশনের সাথে এসেছিল – বারগান্ডি, ফ্যান্টম ব্ল্যাক এবং ফ্যান্টম হোয়াইট। তবে মজার বিষয় হল, Samsung তাদের এই টপ-এন্ড ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বেস ভ্যারিয়েন্টের জন্য শুধুমাত্র এই নয়া কালার বিকল্পটি অফার করছে। যার মানে হল, যেসকল গ্রাহক সবুজ রঙের সাথে এই ফোনকে হাতে পেতে ইচ্ছুক, তাদের ২৫৬ জিবি স্টোরেজ সমন্বিত মডেলটি কিনতে হবে। আর Galaxy S22 Ultra ফোনের ৫১২ জিবি অথবা ১ টেরাবাইট স্টোরেজ অপশন কিনতে চাইলে, বারগান্ডি এবং ফ্যান্টম ব্ল্যাক কালার উপলব্ধ থাকছে। যাইহোক সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, Samsung তাদের Galaxy S22 Ultra হ্যান্ডসেটের নতুন কালার ভ্যারিয়েন্টের সাথে একটি বিশেষ 'প্রমোশনাল ডিল' অফার করছে। যার দরুন, মূল্যের এই ফ্ল্যাগশিপ ফোনটিকে ডিসকাউন্টের সাথে ৭০,০০০ টাকারও কমে কেনা যাবে৷

Samsung Galaxy S22 Ultra স্মার্টফোনের গ্রীন কালার ভ্যারিয়েন্টের সাথে উপলব্ধ করা হল বিশেষ প্রমোশনাল ডিল

দক্ষিণ কোরিয়া ভিত্তিক স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ডটি নব্য সংযুক্ত স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা স্মার্টফোনের নতুন গ্রীন কালার ভ্যারিয়েন্টকে একটি বিশেষ প্রমোশনাল অফারের সাথে বাজারজাত করার ঘোষণা করছে। যারপর, ১,০৯,৯৯৯ টাকা দামের এই ফোনটিকে (১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ) ডিসকাউন্ট সহ প্রায় ৬৬,৯৯৯ টাকায় খরিদ করতে পারবেন আপনারা।

প্রসঙ্গত, এই অফারটিকে মূলত, স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের লক্ষ্য রেখে নিয়ে আসা হয়েছে। যার দরুন, এই 'প্রমোশনাল ডিল' এর অংশ হিসেবে, স্যামসাং তাদের গ্রাহক-বেসকে ১২,০০০ টাকার আপগ্রেড বোনাস অফার করছে। একই সাথে, 'ওল্ড ডিভাইস ভ্যালু' বলেও একটি বিশেষ সুবিধাও উপলব্ধ করা হয়েছে এই ডিলের অধীনে। যেখানে, পুরোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোন বিনিময়ের ক্ষেত্রে ৩১,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু দেওয়া হবে।

উল্লেখ্য, ক্যাশিফাই প্ল্যাটফর্মে ২৫৬ স্টোরেজের Galaxy Note 10 Plus স্মার্টফোনের জন্য ৩১,০০০ টাকার এক্সচেঞ্জ ভ্যালু অফার করছে স্যামসাং। এছাড়া, তিন বছর পর্যন্ত পুরনো ফ্ল্যাগশিপ স্যামসাং ফোনগুলির সাথেও ভারী এক্সচেঞ্জ বোনাস দেওয়ার কথা জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। যারপর গ্রাহকেরা ৭০,০০০ টাকারও কম খসিয়ে গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফোনটি পকেটস্থ করে নিতে পারবেন।

স্যামসাংয়ের 'প্রমোশনাল ডিল' এর বেনিফিট তালিকা এখানেই শেষ হয়ে যাচ্ছে না। সেক্ষেত্রে গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফোনের নয়া কালার ভ্যারিয়েন্টের সাথে Galaxy Watch 4 স্মার্টওয়াচকে যদি একত্রে ক্রয় করা হয়, তাহলে উক্ত ওয়্যারেবলটিকে ২৬,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ২,৯৯৯ টাকায় হস্তগত করা যাবে। অর্থাৎ, যেসকল ক্রেতারা তাদের তিন বছরের পুরনো Galaxy Note 10 Plus স্মার্টফোনকে পুরো এক্সচেঞ্জ ভ্যালুর সাথে বিক্রি করতে পারবেন, তারা Galaxy S22 Ultra এবং Galaxy Watch 4 ডিভাইস দুটিকে 'বান্ডিল ডিল' এর অংশ হিসেবে ৭০,০০০ টাকারও কমে বাড়ি নিয়ে আসতে পারবেন।

Samsung Galaxy S22 Ultra স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফোনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস প্রটেকশন সহ একটি ৬.৮ ইঞ্চির কোয়াড এইচডি প্লাস (৩,০৮৮ x ১,৪৪০ পিক্সেল) AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। আবার, নিরাপত্তার জন্য এই ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ করা হয়েছে। ফাস্ট পারফরম্যান্সের জন্য, এই ফ্ল্যাগশিপ ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) কাস্টম স্কিনে রান করে। আর গ্রীন ভ্যারিয়েন্ট ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি রম সহ পাওয়া যাবে।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, Samsung Galaxy S22 Ultra কোয়াড রিয়ার ক্যামেরা ইউনিটের সাথে এসেছে। এগুলি হল - ১০৮ মেগাপিক্সলের প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ৩এক্স জুম সহ ১০ মেগাপিক্সেল লেন্স এবং ১০এক্স জুম সহ ১০ মেগাপিক্সেল পেরিস্কোপ সেন্সর। তদুপরি, ফোনের সামনে ৪কে রেজোলিউশন ও ৬০fps রেটের একটি ৪০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৪৫ ওয়াট ওয়্যারড এবং ১৫ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story