Samsung Galaxy S22 Ultra আসছে নতুন চারটি কালার অপশনে, ফাঁস হল ছবি সহ ফিচার

Samsung তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ সিরিজ Galaxy S22 আগামী বছর অর্থাৎ ২০২২- এর প্রথমদিকেই বাজারে আনতে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজে Samsung Galaxy S22, Samsung…

Samsung তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ সিরিজ Galaxy S22 আগামী বছর অর্থাৎ ২০২২- এর প্রথমদিকেই বাজারে আনতে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজে Samsung Galaxy S22, Samsung Galaxy S22 Plus এবং Samsung Galaxy S22 Ultra – এই ফোনগুলি অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। লঞ্চের আগে নানান সূত্র থেকে এই ফোনগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। সেই ধারা বজায় রেখে এখন Samsung Galaxy S22 ও Samsung Galaxy S22 Ultra ফোন দুটির রেন্ডার প্রকাশ্যে এল। এই রেন্ডারগুলি থেকে আসন্ন ফোনগুলির ডিজাইন সম্পর্কে স্পষ্টভাবে ধারণা মিলেছে এবং তার সঙ্গে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন দুটির কালার অপশনগুলিও প্রকাশ্যে এসেছে।

Samsung Galaxy S22 ও Samsung Galaxy S22 Ultra -এর রেন্ডার ফাঁস

91Mobiles, স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের বেস ও আল্ট্রা মডেল দুটির রেন্ডার সামনে এনেছে। রেন্ডারগুলিতে ফোন দুটিকে সব অ্যাঙ্গেল থেকে দেখা গেছে, যার ফলে এই ফোনগুলির ডিজাইন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গেছে।

এছাড়া জানা Samsung Galaxy S22 Ultra ডিভাইসটি বারগেন্ডি, গ্রীন, ফ্যান্টম ব্ল্যাক, ফ্যান্টম হোয়াইট- চারটি কালার অপশনে বাজারে উপলব্ধ হতে পারে। এছাড়াও Samsung Galaxy S22 Ultra ফোনে একটি মেটাল ফ্রেম থাকতে পারে এবং তারসাথে ফোনের ডানদিকে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্সটি দেখা যেতে পারে। Samsung Galaxy S22 Ultra ফোনে আয়তক্ষেত্রকার কোণের পরিবর্তে দেখা যাবে কার্ভড এজ ডিজাইন। এই ফ্ল্যাগশিপ ফোনটি আসতে পারে এস পেন (S Pen) স্টাইলাস ও তার জন্য ডেডিকেটেড স্লট সহ।

প্রসঙ্গত, টিপস্টার ইভান ব্লাসও (Evan Blass) Samsung Galaxy S22 Ultra ফোনটির একটি রেন্ডার প্রকাশ্যে এনেছেন। সেই রেন্ডারে ফোনটিকে ব্রোঞ্জের মত রঙে দেখা গেছে। এছাড়াও এই রেন্ডার দেখে মনে করা হচ্ছে স্যামসাং তাদের এই নতুন ফোনের ব্যাক প্যানেল থেকে ক্যামেরা মডিউলটিকে বাদ দিয়ে দিয়েছে, তার পরিবর্তে সরাসরি সেন্সর গুলিকে ফোনের উপর প্রতিস্থাপন করেছে।

অন্যদিকে, Samsung Galaxy S22 ফোনের রেন্ডার অনুযায়ী, এর ডিসপ্লের একদম ওপরে মাঝ বরাবর পাঞ্চ-হোল কাটআউট সহ ‘আল্ট্রা’ ভ্যারিয়েন্টটির মত একই রকম ডিজাইন থাকতে পারে। এটিতেও একটি মেটাল ফ্রেম থাকবে এবং ডান ধারে পাওয়ার বোতাম এবং ভলিউম রকার কী দেখা যেতে পারে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে একটি ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকতে পারে এবং বাম্পি ক্যামেরা আইল্যান্ডের পরিবর্তে সেন্সরগুলি সরাসরি ডিভাইসের ওপর প্রতিস্থাপন করা হতে পারে। Samsung Galaxy S22 ফোনটি গ্রীন, পিঙ্ক গোল্ড, ফ্যান্টম ব্ল্যাক এবং ফ্যান্টম হোয়াইট – এই চারটি কালারে বেছে নেওয়া যেতে পারে।

জানিয়ে রাখি, Samsung Galaxy S22 সিরিজের স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট বা কোম্পানির নিজস্ব এক্সিনস ২২০০ প্রসেসর (অঞ্চল ভেদে ভিন্ন) ব্যবহার করা হবে বলে জানা গেছে। এছাড়াও iPhone 13 Pro টপ-এন্ড মডেলটির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে Samsung Galaxy S22 Ultra- তে ১ টিবি স্টোরেজ থাকবে বলেও আশা করা হচ্ছে।

ইতিমধ্যে, দক্ষিণ কোরিয়ার সংস্থাটি ঘোষণা করেছে তাদের পরবর্তী প্রজন্মের (৫জি) চিপসেট এক্সিনস ২২০০ আগামী ১১ জানুয়ারী লঞ্চ করা হবে। যদিও শোনা যাচ্ছে Samsung Galaxy S22 সিরিজের ডিভাইসগুলি ৮ ফেব্রুয়ারি বাজারে পা রাখতে পারে এবং ২৫ ফেব্রুয়ারি থেকে এগুলি ক্রেতাদের জন্য উপলব্ধ হতে পারে।