গত ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়া স্যামসাংয়ের লেটেস্ট Galaxy S22 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের মুকুটে যুক্ত হল নতুন পালক। এবার থেকে S22+ এবং S22 Ultra সহ Samsung Galaxy S22 সিরিজের স্মার্টফোনগুলিতে পাওয়া যাবে অত্যাধুনিক ভয়েস ওভার ৫জি (Vo5G) সাপোর্ট এবং এই ফোনগুলিই হবে ভিও৫জি সমর্থিত বিশ্বের প্রথম ফোন। জনপ্রিয় কুয়েতি মোবাইল টেলিকমিউনিকেশন কোম্পানি জেন (Zain), সম্প্রতি প্রথম ভয়েস ওভার ৫জি পরিষেবা চালু করবে বলে ঘোষনা করেছে এবং বর্তমানে এই পরিষেবাটি শুধুমাত্র Samsung Galaxy S22 সিরিজের স্মার্টফোনেই মিলবে।
Samsung Galaxy S22-এ এবার পাওয়া যাবে Vo5G সাপোর্ট
বর্তমান সময়ে ৫জি ইন্টারনেট পরিষেবাগুলি যথেষ্টই বিস্তার লাভ করতে শুরু করেছে, তবে ৫জি ভয়েস কল এখনও বেশ বিরল। প্রকৃতপক্ষে, জেন (Zain)-ই হল বিশ্বব্যাপী প্রথম টেলিকম অপারেটর, যারা কুয়েতে দেশব্যাপী কভারেজ সহ ভিও৫জি (Vo5G) পরিষেবা চালু করেছে। যদিও, পরিষেবাটি আপাতত স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের হ্যান্ডসেটের ব্যবহারকারীরাই পাবেন। তবে এটি খুব শীঘ্রই অন্যান্য ৫জি ডিভাইসগুলিতেও উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, ৫জি ভয়েস অনেক সুবিধার সাথে আসবে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে উন্নত স্পিচ এবং ভিডিও কলিংয়ের গুণমান, নতুন ভয়েস এবং যোগাযোগ পরিষেবা, একযোগে ভয়েস কল এবং ৫জি ডেটা পরিষেবা। জেনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাণিজ্যিকভাবে এই পরিষেবাটি সারা দেশে সর্বোচ্চ স্তরে এর সরবরাহের জন্য নেটওয়ার্কের প্রস্তুতি এবং প্রযুক্তিগত সক্ষমতা নির্ধারণের জন্য সম্পূর্ণ পরীক্ষার পরেই চালু হবে।
উল্লেখ্য, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতীয় ট্যাবলেটের বাজারে স্যামসাং শীর্ষস্থানীয় ট্যাবলেট বিক্রেতা হিসেবে স্থান করে নিয়েছে। সংস্থার বিক্রিতে ব্যাপক হারে বৃদ্ধি দেখা গেছে। এই ত্রৈমাসিকে ভারতে মোট ট্যাবলেট সরবরাহের পরিমাণের প্রায় ৪০%-ই স্যামসাংয়ের ডিভাইস। সংস্থাটি এবছরের মার্চ মাসে লঞ্চ হওয়া প্রিমিয়াম Galaxy Tab S8 সিরিজের পাশাপাশি বিপুল সংখ্যক Galaxy A8 সিরিজের ট্যাবলেটও বিক্রি করতে সক্ষম হয়েছে।