Samsung Galaxy S23 সিরিজ নিয়ে বড় আপডেট, আসছে আরও পুরু বেজেল সহ
এবছর ফেব্রুয়ারিতে Samsung উন্মোচন করে তাদের লেটেস্ট Galaxy S22 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি। আর বিগত কিছু সপ্তাহ ধরে...এবছর ফেব্রুয়ারিতে Samsung উন্মোচন করে তাদের লেটেস্ট Galaxy S22 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি। আর বিগত কিছু সপ্তাহ ধরে এর উত্তরসূরি Samsung Galaxy S23 সম্পর্কিত বিভিন্ন রিপোর্ট এবং লিক প্রকাশ্যে আসতে শুরু করেছে। সম্প্রতি, এক টিপস্টার সূত্রে, পরবর্তী প্রজন্মের S-সিরিজের ডিভাইসগুলির ডিসপ্লে ও পরিমাপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারা গেছে। আর এখন, ওই সুপরিচিত টিপস্টারই প্রকাশ করেছেন যে, আসন্ন Galaxy S23 পূর্বসূরি Galaxy S22-এর চেয়ে অপেক্ষাকৃত পুরু বেজেল সহ আসবে। পার্থক্যটি সামান্যই হবে কিন্তু এর ফলে হ্যান্ডসেটটিকে আরও বড় দেখতে লাগবে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, স্মার্টফোনের প্রিমিয়াম লুক দেওয়ার জন্য ন্যূনতম বেজেল বড় ভূমিকা পালন করে। সেক্ষেত্রে কেন পূর্বসূরীর তুলনায় মোটা বেজেলের সাথে আসবে Galaxy S23, তার ব্যাখ্যা আপাতত পাওয়া যায়নি।
টিপস্টার আইস ইউনিভার্স (Ice Universe) দাবি করেছেন যে, স্যামসাং গ্যালাক্সি এস২৩-এর চার ধারের বেজেলগুলি ০.১৫ মিলিমিটার প্রশস্ত হবে। এটি কোনও বিশাল পার্থক্য তৈরি করবে না, তবে অপেক্ষাকৃত পুরু বেজেলের ফলে ডিভাইসটিকে তার পূর্বসূরীর তুলনায় কিছুটা বড় দেখাতে পারে। সম্প্রতি, আইস ইউনিভার্স প্রকাশ করেছেন যে, গ্যালাক্সি এস২৩-এ একই ৬.১ ডিসপ্লে থাকবে, কিন্তু এটি বিদ্যমান মডেলের তুলনায় কিছুটা লম্বা এবং চওড়া হবে। আর এখন জানা গেল যে, অতিরিক্ত ০.১৫ মিলিমিটার বেজেলই এর কারণ। প্রসঙ্গত, আসন্ন গ্যালাক্সি এস২৩ সিরিজে ডিসপ্লের আকারের ক্ষেত্রে কোনো আপগ্রেড দেখা না গেলেও, ডিভাইসগুলি উচ্চতর ব্রাইটনেস লেভেল এবং কম শক্তি খরচ-এর মতো উন্নত স্পেসিফিকেশনগুলির সাথে আসতে পারে।
এছাড়া, বর্তমান প্রজন্মের মতোই Samsung Galaxy S23 সিরিজে তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকতে পারে- Galaxy S23, Galaxy S23+ এবং Galaxy S23 Ultra। শীর্ষ-স্তরের S23 Ultra কিছু গুরুত্বপূর্ণ আপগ্রেড অফার করবে বলে জানা গেছে। একটি সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, ডিভাইসটির রিয়ার প্যানেলে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর অবস্থান করবে, যার আকার হবে ১/১.৩ ইঞ্চি এবং এতে ০.৬ মাইক্রোমিটার (μm) আকারের পিক্সেল ও বেশি আলো গ্রহণের জন্য বড় এফ/১.৭ অ্যাপারচার থাকবে।
উল্লেখ্য, আশা করা হচ্ছে Galaxy S23 সিরিজের সবকটি মডেলই কোয়ালকমের আসন্ন স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে এবং এগুলি ব্যাটারির এফিসিয়েন্সির ওপর বেশি জোর দেবে। স্যামসাং এখনও আসন্ন লাইনআপটি সম্পর্কে কোনও বিস্তারিত বিবরণ প্রকাশ করেনি। তবে, এটি নিশ্চিত হয়েই বলা যায় যে, আগামী বছর S23 সিরিজের ওপর থেকে পর্দা সরানো হবে।