Samsung Galaxy S23 Ultra ফোনের ক্যামেরায় চমক? আসতে পারে ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্সের সাথে
চলতি বছরের প্রথমদিকে গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া Samsung Galaxy S22 ফ্ল্যাগশিপ সিরিজটি সারা বিশ্বের স্মার্টফোন...চলতি বছরের প্রথমদিকে গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া Samsung Galaxy S22 ফ্ল্যাগশিপ সিরিজটি সারা বিশ্বের স্মার্টফোন অনুরাগীদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। বিশেষ করে এই লাইনআপের টপ-এন্ড মডেল Galaxy S22 Ultra, প্রথম S-সিরিজের ডিভাইস হিসেবে এস পেন (S Pen) সাপোর্টের সাথে এসেছে, যা বন্ধ হয়ে যাওয়া অতি জনপ্রিয় গ্যালাক্সি নোট সিরিজের নস্টলাজিয়া ফিরিয়ে এনেছে। তবে S22 নিয়ে এই উন্মাদনার মধ্যেই এবার উত্তরসূরি Galaxy S23 সিরিজের ডিভাইসগুলি সম্পর্কেও নানান তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। এই আপকামিং সিরিজটি আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। গত মাসে এক রিপোর্ট থেকে জানা যায় যে, Galaxy S23 এবং Galaxy S23+ মডেল দুটি একই টেলিফটো ক্যামেরার সাথে আসবে, যা Galaxy S22 লাইনআপে ব্যবহার করা হয়েছে। আর এখন একটি নতুন রিপোর্টে আসন্ন Samsung Galaxy S23 Ultra-এর টেলিফটো ক্যামেরার বিশদ বিবরণ প্রকাশিত হয়েছে।
Samsung Galaxy S23 Ultra পূর্বসূরির মতোই একই টেলিফটো লেন্স সহ আসছে?
গ্যালাক্সি ক্লাব (GalaxyClub.nl)-এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, নতুন স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা-এ ১০x অপটিক্যাল জুম সহ একটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স উপস্থিত থাকবে। রিপোর্টে ফোনটির পেরিস্কোপ টেলিফটো ক্যামেরাটির কথা বলা হয়েছে বলেই মনে করা হচ্ছে। এটি দেখে অনুমান করা যায় যে, গ্যালাক্সি এস২৩ ফোনে একই পেরিস্কোপ জুম ক্যামেরা থাকবে, যা ইতিমধ্যেই গ্যালাক্সি এস২১ আল্ট্রা এবং লেটেস্ট গ্যালাক্সি এস২২ আল্ট্রা-এ ব্যবহার করা হয়েছে।
তবে, এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কেননা পূর্ববর্তী কিছু রিপোর্ট থেকে জানা গেছে যে, গ্যালাক্সি এস২৩ আল্ট্রা হবে স্যামসাংয়ের প্রথম স্মার্টফোন, যা একটি ২০০ মেগাপিক্সেলের আইএসওসেল এইচপি৩ সেন্সরের সাথে আসবে। তবে মনে করা হচ্ছে যে, এস২৩ আল্ট্রা-এ একটি ৪০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত থাকবে, যেমনটা পূর্বসূরি গ্যালাক্সি এস২২ আল্ট্রা-এও দেখা গেছে। আবার স্ট্যান্ডার্ড এস২৩ এবং এস২৩ প্লাস-এ ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।
এছাড়া, Galaxy S23 Ultra-এর আল্ট্রা-ওয়াইড লেন্স এবং দ্বিতীয় টেলিফোটো ক্যামেরাটির সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি। এই সিরিজের তিনটি ডিভাইসই অঘোষিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ মোবাইল প্ল্যাটফর্ম দ্বারা চালিত হবে। একটি সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, সংস্থা অন্যান্য বারের মতো, আসন্ন S23 লাইনআপের মডেলগুলির জন্য কোনও এক্সিনস চিপসেট ভ্যারিয়েন্ট উন্মোচন করবে না।
উল্লেখ্য, বর্তমানে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি তাদের পরবর্তী গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked 2022) ইভেন্টের দিকে মনোনিবেশ করছে, যা আগামী ১০ আগস্ট অনুষ্ঠিত হবে। এই ইভেন্টে Galaxy Z Fold 4, Galaxy Z Flip 4, Galaxy Watch 5 সিরিজ এবং Galaxy Buds 2 Pro-এর মতো একাধিক প্রিমিয়াম স্যামসাং ডিভাইসের ওপর থেকে পর্দা সরানো হবে বলে আশা করা হচ্ছে।