Samsung Galaxy S23 Ultra ফোনের কনসেপ্ট ভিডিও সামনে এল, থাকবে 200 মেগাপিক্সেল ক্যামেরা

দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট Samsung বর্তমানে তাদের 'নেক্সট জেনারেশন' Galaxy S-সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে...
SUPARNA 9 Jun 2022 2:23 PM IST

দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট Samsung বর্তমানে তাদের 'নেক্সট জেনারেশন' Galaxy S-সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে কাজ করছে, যার‌ নাম Galaxy S23 সিরিজ। এই সিরিজের অধীনে Galaxy S23, Galaxy S23 Pro, Galaxy S23 Ultra ফোন‌ তিনটি বাজারে আসবে। এরমধ্যে আল্ট্রা মডেলটির ফিচার সংক্রান্ত একাধিক বিশদও ইতিমধ্যে অনলাইনে ফাঁস করা হয়েছে। এই ফোনটি ২০০ মেগাপিক্সেল সেন্সরের সাথে আসবে বলে শোনা যাচ্ছে। এখন আবার কনসেপ্ট ক্রিয়েটর সাইট 'টেকনিজো' (Technizo) দ্বারা শেয়ার করা একটি নতুন কনসেপ্ট ভিডিওতে, আলোচ্য ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ক্যামেরা মডিউলটির ডিজাইন কিরূপ হতে পারে তা দেখা গেছে।

Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনের কনসেপ্ট ভিডিও প্রকাশ্যে

টেকনিজো প্রদত্ত রিপোর্ট অনুযায়ী, আপকামিং স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা স্মার্টফোনের রিয়ার ক্যামেরা মডিউলটি একটি ২০০ মেগাপিক্সেলের Samsung HM1 ISOCELL সেন্সরের সাথে সজ্জিত হয়ে আসবে। এক্ষেত্রে লক্ষণীয় যে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ -এর মতো প্রসেসরগুলি ২০০ মেগাপিক্সেল রেজোলিউশন পর্যন্ত সর্বাধিক একটি ক্যামেরা সমর্থন করে। যাইহোক গ্যালাক্সি এস২৩ লাইনআপ অন্তর্গত অপর দুটি মডেল - Galaxy S23 এবং Galaxy S23 Plus -এ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, উল্লেখিত তিনটি মডেলই একাধিক রিয়ার ক্যামেরা সেন্সর সহ আসবে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

https://youtu.be/38TQmIdOJB4

সদ্য প্রকাশিত এই রিপোর্টে আরো দাবি করা হয়েছে যে, গ্যালাক্সি এস২৩ সিরিজের স্মার্টফোনগুলি ১০ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত ডায়নামিক স্ক্রিন রিফ্রেশ রেট সহ একটি LTPO ডিসপ্লে সহ আসবে। আর অঞ্চলের উপর ভিত্তি করে ডিভাইসগুলি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, অথবা, স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস ফ্ল্যাগশিপ চিপসেটের সাথে বাজারজাত হবে।

এছাড়া, আরও ভালো কানেক্টিভিটি ফিচারের জন্য গ্যালাক্সি এস২৩ সিরিজের আসন্ন ডিভাইসগুলিতে কোয়ালকম এক্স৭০ ৫জি মডেম দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনগুলি সম্ভবত সর্বশেষতম অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক সংস্থার নিজস্ব ওয়ান ইউআই ৫ (One UI 5) কাস্টম স্কিনে রান করবে।

Show Full Article
Next Story