এক স্মার্টফোনে তিনটে প্রসেসর! প্রথম সংস্থা হিসাবে কীর্তি গড়তে পারে Samsung

আসন্ন Samsung Galaxy S25 সিরিজের জন্য কোম্পানি কোন চিপসেট ব্যবহার করবে তা নিয়ে প্রযুক্তি মহলে অনেক বিতর্ক হয়েছে। কিছু সূত্র জানিয়েছে বলে যে এই লাইনআপে…

আসন্ন Samsung Galaxy S25 সিরিজের জন্য কোম্পানি কোন চিপসেট ব্যবহার করবে তা নিয়ে প্রযুক্তি মহলে অনেক বিতর্ক হয়েছে। কিছু সূত্র জানিয়েছে বলে যে এই লাইনআপে এক্সক্লুসিভলি স্যামসাংয়ের স্ব-নির্মিত Exynos 2500 চিপসেটটি থাকবে। অন্যরা আবার বলেছেন যে, Exynos চিপের কম উৎপাদন হার স্যামসাংকে আবারও Exynos এবং Qualcomm Snapdragon চিপ উভয়ই ব্যবহার করতে বাধ্য করতে পারে, যদিও Snapdragon 8 Gen 4 প্রসেসরটি সম্ভাব্যভাবে বেশি ব্যয়বহুল হবে। এখন একটি নতুন রিপোর্ট এখন Samsung Galaxy S25 সিরিজের চিপসেট নিয়ে আশ্চর্যজনক তথ্য প্রকাশ করেছে, যা দাবি করেছে যে আসন্ন ফ্ল্যাগশিপ ফোনগুলির জন্য স্যামসাং দুটি নয়, বরং তিনটি প্রসেসর ব্যবহার করবে, অর্থাৎ একটি তৃতীয় চিপ ব্র্যান্ড এতে যুক্ত হতে চলেছে।

Samsung Galaxy S25 সিরিজে Qualcomm এবং Exynos চিপসেটের পাশাপাশি একটি MediaTek dimensity প্রসেসরও থাকতে পারে

কোরিয়ার সংবাদ সংস্থা দ্য ফাইন্যান্সিয়াল নিউজের উদ্ধৃত সূত্র অনুসারে, স্যামসাং প্রথমবারের মতো স্যামসাং গ্যালাক্সি এস২৫ লাইনআপের জন্য একটি ‘থ্রি-চিপ’ কৌশল গ্রহণ করতে পারে। এই রিপোর্টে দাবি করা হয়েছে যে, স্যামসাং শুধুমাত্র স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ এবং এক্সিনস ২৫০০ নয়, গ্যালাক্সি এস২৫ ফোনে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি চিপও অন্তর্ভুক্ত করতে পারে।

এছাড়াও, মিডিয়াটেকের অন্তর্ভুক্তি স্যামসাংকে শক্তির ভারসাম্য বজায় রাখতে এবং তার স্মার্টফোনের দাম বৃদ্ধি রোধ করতে সাহায্য করতে পারে। প্রযুক্তি বিশ্লেষকরা ইতিমধ্যেই বিশ্বাস করেন যে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ বর্তমান স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপের চেয়ে ২৫-৩০% বেশি ব্যয়বহুল হতে পারে।

যদিও রিপোর্টে নির্দিষ্ট করা হয়নি যে, কোন মার্কেটে Samsung Galaxy S25 সিরিজটি কোন চিপের সাথে লঞ্চ হবে। তবে, মিডিয়াটেক-চালিত Galaxy S25 চীনের মতো কয়েকটি নির্বাচিত এলাকায় সীমাবদ্ধ থাকতে পারে বলে মনে করা হচ্ছে, যেখানে বিশ্বের অন্যান্য বাজারে স্যামসাং Exynos-Qualcomm টু-চিপ স্ট্র্যাটিজি বজায় রাখবে।

তবে মনে রাখবেন এই তথ্যটি একটি অনানুষ্ঠানিক সূত্র থেকে সামনে এসেছে। এই দাবির সমর্থনে এখনও কোন সুনির্দিষ্ট প্রমাণ নেই এবং Samsung Galaxy S25 সিরিজটি লঞ্চ হতে এখনও কয়েক মাস বাকি রয়েছে। আগামী বছরের প্রথম দিকে এই লাইনআপটি বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন