২০০ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে দুর্ধর্ষ ফোন আনছে Samsung, থাকবে বাহুবলী প্রসেসর
লঞ্চের আগে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা মডেলের ক্যামেরা ও প্রসেসরের বিবরণ সামনে এল।
স্যামসাং আগামী বছরের শুরুর দিকে তাদের পরবর্তী প্রজন্মের স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করতে চলেছে। যদিও লঞ্চের জন্য এখনও কিছু মাস বাকি আছে, তবে ইতিমধ্যেই সিরিজটির সর্ম্পকে নানা তথ্য অনলাইনে প্রকাশিত হতে শুরু করেছে। এক সুপরিচিত টিপস্টার এখন আসন্ন ফ্ল্যাগশিপ, স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রার কিছু প্রধান বৈশিষ্ট্য প্রকাশ করেছে। জানা গেছে যে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রাই হবে প্রথম স্যামসাং ডিভাইস, যা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপসেটে চলবে।
স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ফোনের প্রাথমিক বিবরণ
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্ট থেকে জানা গেছে যে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ফোনে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৩x জুম লেন্স এবং একটি ৫x পেরিস্কোপ টেলিফটো লেন্স অন্তর্ভুক্ত থাকবে। এই সেটআপটি অনেকটা স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রার মতোই, যদিও চতুর্থ লেন্স সম্পর্কে এখনও অনিশ্চয়তা রয়েছে এবং স্যামসাং এর পূর্বসূরির তুলনায় তাদের জুম লেন্সগুলির জন্য রেজোলিউশন বাড়াবে কিনা, তাও এখনও জানা যায়নি।
তবে শোনা যাচ্ছে যে, ফোনটির ব্যাটারি ও চার্জিং ক্ষমতা একই থাকবে। স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ফোনের ব্যাটারির ক্ষমতা সর্বনিম্ন ৪,৮৫৫ এমএএইচ বা স্ট্যান্ডার্ড ৫,০০০ এমএএইচ হবে এবং এটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে।
বেশ কয়েকটি রিপোর্ট থেকে জানা গেছে যে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর যুক্ত ফোনগুলি এর উচ্চ শক্তি খরচের কারণে ব্যাটারির ক্ষমতা বাড়ানোকে অগ্রাধিকার দেবে। উদাহরণস্বরূপ, আসন্ন ওপ্পো ফাইন্ড এক্স৭ আল্ট্রা হ্যান্ডসেটে বড় ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। তবে মনে করা হচ্ছে যে স্যামসাংয়ের এই সময়ে অনুরূপ আপগ্রেড করার পরিকল্পনা নেই।
তবে আশা করা যায় যে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে স্টেবল ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে রান করবে। এছাড়াও, গত মাসের একটি রিপোর্ট থেকে জানা গেছে যে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা তার পূর্বসূরির তুলনায় স্লিম হবে এর পুরুত্ব হবে ৮.৪ মিলিমিটার, যেখানে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ৮.৬ মিলিমিটারের।
যদিও আকারের এই পার্থক্যটি সামান্য, তবে রিপোর্টটি নিশ্চিত করেছে যে স্যামসাং পাতলা হওয়ার জন্য ক্যামেরার ক্ষমতার সাথে আপস করছে না, অর্থাৎ প্রতিবেদনটিও ডিজিটাল চ্যাট স্টেশনের সাম্প্রতিক দাবিকে সমর্থন করে৷ এছাড়া, স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রাতে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রার মতো শার্প এজ দেখা যাবে না বলে আশা করা হচ্ছে, সম্ভবত স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা এবং স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রার মতো কার্ভড ডিজাইন গ্রহণ করবে।
লঞ্চের আগে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা মডেলের ক্যামেরা ও প্রসেসরের বিবরণ সামনে এল।