Samsung Galaxy Tab A7 2022-এর দাম কত রাখা হবে, কী কী ফিচার সহ আসছে, লঞ্চের আগেই ফাঁস

স্যামসাং (Samsung) স্মার্টফোনের পাশপাশি ট্যাবলেটের মার্কেটেও নেতৃস্থানীয় ব্র্যান্ড হিসেবে নিজের স্থানটি পাকা করেছে...
Ananya Sarkar 18 July 2022 12:59 PM IST

স্যামসাং (Samsung) স্মার্টফোনের পাশপাশি ট্যাবলেটের মার্কেটেও নেতৃস্থানীয় ব্র্যান্ড হিসেবে নিজের স্থানটি পাকা করেছে অনেকদিনই। ২০২০ সালে দক্ষিণ কোরিয়ার এই বৃহৎ প্রযুক্তি সংস্থাটি ১০.৪ ইঞ্চির ডিসপ্লে এবং Qualcomm Snapdragon 662 প্রসেসর সহ Samsung Galaxy Tab A7 (2020) ট্যাবলেটটি বাজারে উন্মোচন করে। আর গত কয়েকমাস ধরেই জল্পনা চলছে যে, সংস্থাটি এই ট্যাবেরই একটি রিফ্রেশ ভার্সনের ওপর কাজ করছে, যা শীঘ্রই বাজারে পা রাখবে। এখন আবার এক পরিচিত টিপস্টার অনলাইনে Samsung Galaxy Tab A7 (2022)-এর কয়েকটি প্রধান স্পেসিফিকেশন এবং দাম প্রকাশ করেছেন। এছাড়া, তিনি ট্যাবলেটটির একটি রেন্ডারও শেয়ার করেছেন, যা এর সম্পূর্ণ ডিজাইনটি প্রদর্শন করছে। চলুন লঞ্চের আগেই জেনে নেওয়া যাক আপকামিং Galaxy Tab A7 (2022) ক্রেতাদের কি কি অফার করতে চলেছে।

ফাঁস হল Samsung Galaxy Tab A7 (2022)-এর রেন্ডার

টিপস্টার স্নুপি টেক (Snoopy Tech) গ্যালাক্সি ট্যাব এ৭ (২০২২)-এর স্পেসিফিকেশন ও দামের বিবরণের পাশাপাশি ফাঁস করেছে ট্যাবলেটটির একটি রেন্ডারও। এই ফাঁস হওয়া রেন্ডার অনুযায়ী, নয়া স্যামসাং ডিভাইসটির ডিসপ্লের চারপাশে পুরু বেজেল দেখা যাবে। আর ট্যাবের রিয়ার প্যানেলে ফ্ল্যাশ ছাড়াই একটি একক ক্যামেরা অবস্থান করবে। আসলে, এই ট্যাবলেটের ডিজাইনটি অনেকটা পূর্বসূরি গ্যালাক্সি ট্যাব এ৭ ১০.৪-এর অনুরূপ হবে বলেই আশা করা হচ্ছে।

Samsung Galaxy Tab A7 (2022)-এর প্রত্যাশিত স্পেসিফিকেশন ও দাম

স্নুপি টেক দাবি করেছে যে, গ্যালাক্সি ট্যাব এ৭ (২০২২) টিএফটি ডিসপ্লের সাথে আসবে যা ১,২০০ x ২,০০০ পিক্সেলের রেজোলিউশন অফার করবে। ডিভাইসটি ইউনিসক টি৬১৮ চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত থাকবে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ সম্প্রসারণ করা যাবে বলেও জানা গেছে। ফটোগ্রাফির জন্য, গ্যালাক্সি ট্যাব এ৭ (২০২২)-এর ব্যাক প্যানেলে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ট্যাবের সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে শক্তিশালী ৭,০৪০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা বলে জানা গেছে।

প্রসঙ্গত, চিপসেট বাদে Samsung Galaxy Tab A7 (2022)-এর বাকি সবকিছুই Galaxy Tab A7 10.4 (2020)-এর মতোই মনে করা হচ্ছে। পুরানো মডেলে স্ন্যাপড্রাগন ৬৬২ মোবাইল প্ল্যাটফর্মটি ব্যবহার করা হয়েছে। টিপস্টার দাবি করেছেন যে, বিশ্ববাজারে ট্যাবলেটটি ১১৯ ইউরো (প্রায় ৯,৬০০ টাকা) মূল্যে লঞ্চ করা হবে। যদিও, বর্তমানে ডিভাইসটির লঞ্চের তারিখ সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি।

উল্লেখ্য, আগামী মাসে অর্থাৎ আগস্টে স্যামসাংয়ের পরবর্তী গ্যালাক্সি আনপ্যাকড ২০২২ (Galaxy Unpacked 2022) ইভেন্টটি অনুষ্ঠিত হবে। এই ইভেন্টে Galaxy Z Flip 4, Galaxy Z Fold 4, Galaxy Watch 5 এবং Galaxy Watch 5 Pro-এর মতো বহু প্রতীক্ষিত প্রিমিয়াম ডিভাইসগুলির ওপর থেকে পর্দা সরানো হবে। দক্ষিণ কোরিয়ার সংস্থাটি সম্ভবত আগামী ১০ আগস্ট এই ইভেন্টটির আয়োজন করবে এবং মনে করা হচ্ছে এই ডিভাইসগুলি আগামী ২৬ আগস্ট থেকে বিক্রির জন্য বাজারে উপলব্ধ হবে। স্যামসাং আগামী কয়েক দিনের মধ্যেই গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story