Samsung Galaxy Tab Active 4 Pro 5G আসছে স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসরের সাথে, পেল গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন

দক্ষিণ কোরিয়া ভিত্তিক জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড Samsung এর Galaxy XCover 6 Pro রাগড স্মার্টফোন এবং Galaxy Tab Active 4 Pro ট্যাবলেট- উভয়ই গত জুলাই মাসে…

দক্ষিণ কোরিয়া ভিত্তিক জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড Samsung এর Galaxy XCover 6 Pro রাগড স্মার্টফোন এবং Galaxy Tab Active 4 Pro ট্যাবলেট- উভয়ই গত জুলাই মাসে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হয়েছিল। তবে সংস্থা প্রত্যাশা মতো Galaxy XCover 6 Pro-এর ওপর থেকে পর্দা সরালেও, Tab Active 4 Pro ট্যাবলেটটি এখনও উন্মোচিত হয়নি। যদিও এবার, এই আসন্ন ডিভাইসটিকে ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG), গুগল প্লে লিস্ট (Google Play List) এবং গুগল প্লে কনসোল (Google Play Console)-এ স্পট করা গেছে। এই তালিকাগুলি ডিভাইসের কিছু মূল স্পেসিফিকেশনও প্রকাশ করেছে।

Samsung Galaxy Tab Active 4 Pro 5G পেল একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন

গুগল প্লে-সাপোর্টের ডিভাইসের তালিকায় SM-T636B মডেল নম্বর সহ একটি নতুন স্যামসাং ট্যাবলেটকে তালিকাভুক্ত করা হয়েছে। এই তালিকাটি এর “স্যামসাং গ্যালাক্সি ট্যাব অ্যাক্টিভ ৪ প্রো ৫জি” নামটি নিশ্চিত করেছে। ট্যাবের বাণিজ্যিক নামটি দেখে বোঝা যাচ্ছে যে, এটি সিম সাপোর্ট সহ লঞ্চ হবে, তবে এর একটি ওয়াই-ফাই ওনলি ভ্যারিয়েন্টও থাকতে পারে।

আবার, ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG)-এর তালিকায় ব্লুটুথ ৫.২ সাপোর্ট সহ SM-T636B এবং SM-T636N মডেল নম্বর যুক্ত দুটি ডিভাইসকে দেখা গেছে। এগুলি গ্যালাক্সি ট্যাব অ্যাক্টিভ ৪ প্রো-এর ৫জি এবং ওয়াই-ফাই ওনলি সংস্করণ হতে পারে।

অন্যদিকে, গুগল প্লে কনসোলে রাগড ট্যাবলেটের মডেল নম্বরটি SM-T638B হিসাবে প্রদর্শিত হয়েছে। তবে, এটি একটি ত্রুটি হতে পারে, কারণ অন্য দুটি ডেটাবেসে (গুগল প্লে, ব্লুটুথ এসআইজি) উল্লেখিত ট্যাবের মডেল নম্বরটি হল T636B। ওয়েবসাইটটি নির্দেশ করে যে, এটি মডেল নম্বর নির্বিশেষে Galaxy Tab Active 4 Pro 5G ট্যাবলেট। গুগল প্লে কনসোলের তালিকায় উল্লেখ করা হয়েছে যে, এই ডিভাইসটি কোয়ালকম SM7325 অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে, যার চারটি কোর ২.৪ গিগাহার্টজে এবং বাকি চারটি কোর ১.৮ গিগাহার্টজে রান করে। এর থেকেই বোঝা যাচ্ছে যে, এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট এবং এটি ৪ জিবি র‍্যাম এবং অ্যাড্রেনো ৬৪২এল জিপিইউ-এর সাথে যুক্ত থাকবে।

এছাড়া, Samsung Galaxy Tab Active 4 Pro-এর ডিসপ্লেটি ১,২০০ x ১,৯২০ পিক্সেল রেজোলিউশন সহ ফুল-এইচডি রেজোলিউশন অফার করবে। আর ট্যাবটি অ্যান্ড্রয়েড ১২এল ভিত্তিক কাস্টম ইউজার ইন্টারফেসে রান করবে।

WhatsApp Follow Button

Tech Gup এখন

হোয়াট্‌সঅ্যাপেও

WhatsApp Logo ফলো করুন