Samsung Galaxy Tab S6 Lite নবরূপে বাজারে আসছে, Bluetooth SIG সহ পেল একাধিক সার্টিফিকেশন
স্যামসাং ইতিমধ্যেই বিশ্বের সেরা অ্যান্ড্রয়েড ট্যাবলেটগুলির মধ্যে অন্যতম Samsung Galaxy Tab S8 সিরিজটি বাজারে উন্মোচন...স্যামসাং ইতিমধ্যেই বিশ্বের সেরা অ্যান্ড্রয়েড ট্যাবলেটগুলির মধ্যে অন্যতম Samsung Galaxy Tab S8 সিরিজটি বাজারে উন্মোচন করেছে। এই লাইনআপের অধীনে Samsung Galaxy Tab S8, Tab S8+ এবং Tab S8 Ultra- এই তিনটি ফ্ল্যাগশিপ ট্যাবলেট লঞ্চ হয়েছে। তবে শীঘ্রই সংস্থার আরও একটি ট্যাব বাজারে আসবে। কারণ সম্প্রতি Samsung Galaxy Tab S6 Lite এর একটি নতুন মডেলকে ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) সার্টিফিকেশন সাইটে স্পট করা হয়েছে। শুধু তাই নয়, একই মডেল নম্বর সহ এই ট্যাবলেটটিকে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ডেটাবেসের পাশাপাশি স্যামসাংয়ের ফ্রান্স শাখার ওয়েবসাইটের সাপোর্ট পেজেও দেখতে পাওয়া গেছে। এগুলি থেকে স্পষ্টই আন্দাজ করা যায় যে, এই নতুন স্যামসাং ট্যাবলেটটি শীঘ্রই বাজারে আত্মপ্রকাশ করবে।
জানিয়ে রাখি, Samsung Galaxy Tab S6 Lite ২০২০ সালের এপ্রিলে লঞ্চ হয়েছিল। আবার ২০২০-তেই সংস্থা Galaxy Tab S7 সিরিজ লঞ্চ করলেও, Galaxy Tab S6 Lite- এর উত্তরসূরিটি লঞ্চ করেনি (যদিও Tab S7 FE লঞ্চ করা হয়েছিল)। তবে এখন মনে হচ্ছে স্যামসাং কিছু আপগ্রেডের সাথে Galaxy Tab S6 Lite-এর নতুন একটি সংস্করণ লঞ্চ করার পরিকল্পনা করছে। আসুন এই আসন্ন ট্যাবটি সম্পর্কে যে যে তথ্যগুলি এখনও পর্যন্ত সামনে এসেছে সেগুলি দেখে নেওয়া যাক।
নতুন Samsung Galaxy Tab S6 Lite-কে Bluetooth SIG, Geekbench সহ একাধিক সাইটে দেখা গেল
স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৬ লাইট-এর নতুন সংস্করণটি ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) সার্টিফিকেশন সাইটে SM-P613 এবং SM-P619 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। ব্লুটুথ ডেটাবেস ট্যাবলেটের নামটিও নিশ্চিত করা হয়েছে এবং উভয় মডেলেই ব্লুটুথ ৫.০ সাপোর্ট করবে বলে জানা গেছে।
অন্যদিকে, SM-P619 মডেল নম্বর সহ গ্যালাক্সি ট্যাব এস৬ লাইট-এর একটি মডেল গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে উপস্থিত হয়েছে। এই সাইটের তালিকা অনুযায়ী, আসন্ন ডিভাইসটি কোয়ালকমের একটি অক্টা-কোর চিপসেট দ্বারা চালিত হবে। ফ্রিকোয়েন্সি এবং ক্লাস্টার অনুসারে, নতুন গ্যালাক্সি ট্যাব এস৬ লাইট স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসরের সাথে আসবে, যার বেস ক্লক স্পিড ১.৮ গিগাহার্টজ এবং সর্বাধিক ক্লক স্পিড ২.৩২ গিগাহার্টজ। এই চিপটির সাথে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৬১৮ (Adreno 618) জিপিইউ যুক্ত থাকবে। গিকবেঞ্চের তালিকাটি প্রকাশ করেছে যে, এই ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে এবং এতে ৪ জিবি র্যাম দেওয়া হবে। ট্যাবটি বেঞ্চমার্কিং সাইটের সিঙ্গেল-কোর টেস্টে ৫৫৫ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ১,৬৮৫ পয়েন্ট অর্জন করেছে।
এছাড়া Samsung Galaxy Tab S6 Lite-কে এইচটিএমএল৫ (HTML5)-এও দেখা গেছে, যেটি এর স্ক্রিন রেজোলিউশনটি প্রকাশ করে। জানা গেছে এই ট্যাবের ডিসপ্লেটি ৮০০ x ১,৩৩৪ পিক্সেলের এইচডি+ রেজিলিউশন সাপোর্ট করবে। ডিভাইসটি টেস্টে ৫৫৫-এর মধ্যে ৪৭৪ নম্বর লাভ করেছে। Samsung SM-P619 এবং SM-P613 মডেলগুলিকে স্যামসাং ফ্রান্সের সাপোর্ট পেজে দেখা গেছে, যা আসন্ন লঞ্চের ইঙ্গিত দিয়েছে।
সবশেষে, SM-P613 মডেল নম্বর সহ Galaxy Tab S6 Lite এনার্জি স্টার (Energy Star)-এর থেকেও সার্টিফিকেশন লাভ করেছে। এই লিস্টিংটি প্রকাশ করেছে যে, আসন্ন স্যামসাং ট্যাবলেটটিতে SM-7125 প্রসেসর ব্যবহার করা হবে, যা আসলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি-এর কোডনেম। এছাড়া এতে ৪ জিবি র্যাম থাকার কথাও উল্লেখ করা হয়েছে।