থাকবে না ক্যামেরার সমস্যা, Samsung Galaxy S23 Ultra ফোনের জন্য এল গুরুত্বপূর্ণ নতুন আপডেট

অবশেষে আজ Samsung Galaxy S23 Ultra ফোনের জন্য এল নতুন ক্যামেরা আপডেট। উল্লেখ্য, এই ডিভাইসে One UI 6.1.1 আপডেট আসার পর একাধিক ব্যবহারকারী তাদের ফোনের…

Ankita Mondal 1 Oct 2024 4:06 AM IST

অবশেষে আজ Samsung Galaxy S23 Ultra ফোনের জন্য এল নতুন ক্যামেরা আপডেট। উল্লেখ্য, এই ডিভাইসে One UI 6.1.1 আপডেট আসার পর একাধিক ব্যবহারকারী তাদের ফোনের ক্যামেরায় সমস্যা দেখা দেওয়ার কথা জানিয়েছিল। ফলে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি বাধ্য হয়ে এই আপডেট ফিরিয়ে নিয়েছিল। তবে আজ Galaxy S23 Ultra এর জন্য নতুন আপডেট রোলআউট করেছে Xiaomi এবং এই আপডেটে আগের ক্যামেরা সমস্যা ঠিক করা হয়েছে। পাশাপাশি এই আপডেটে সেপ্টেম্বর ২০২৪ সিকিউরিটি প্যাচও অন্তর্ভুক্ত করা হয়েছে।

Samsung Galaxy S23 Ultra ফোনে এল নতুন ক্যামেরা সমস্যা সমাধান আপডেট

আপাতত দক্ষিণ কোরিয়ার স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোন ব্যবহারকারীদের জন্য এই আপডেট আনা হয়েছে, যার বিল্ড নম্বরের শেষে আছে XI1। আগের আপডেটের বিল্ড নম্বরেও একই কোড ছিল। ফলে বলার অপেক্ষা রাখে না যে, পুরানো One UI 6.1.1 আপডেটকেই ক্যামেরা সমস্যা সমাধান করে রোলআউট করছে স্যামসাং।

নতুন এই One UI 6.1.1 আপডেটের ডাউনলোড সাইজ ৩৭৬ এমবি, যা অঞ্চল ভিত্তিতে ভিন্ন হতে পারে। এর সাথে একাধিক গ্যালাক্সি এআই ফিচার পাওয়া যাবে। আর সেপ্টেম্বরের সিকিউরিটির প্যাচকেও এই আপডেটের সাথে যুক্ত করা হয়েছে। তাই Samsung Galaxy S23 Ultra যে এখন সব দিক থেকে আগের তুলনায় দুর্দান্ত পারফরম্যান্স দেবে তা বলার অপেক্ষা রাখে না।

জানিয়ে রাখি, ২০২৩ সালের সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম ছিল Samsung Galaxy S23 Ultra। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছিল। আর ছিল ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। তাই যারা এই ফোনটি কিনেছিল, তারা কখনই ক্যামেরা নিয়ে কোনো সমস্যা মেনে নেবেন না। যেকারণে আপডেট রোলআউটের পরেও বন্ধ করতে হয়েছিল Samsung কে। এখন দেখার নতুন আপডেট ভিন্ন কোনো সমস্যা এনে হাজির করে কিনা।

Show Full Article
Next Story