Samsung Galaxy Watch 5 আরও বেশি ব্যাটারি লাইফ সহ আসছে, থাকবে 247mAh ব্যাটারি

বর্তমানে বাজার চলতি স্মার্টওয়াচগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি ব্র্যান্ডের অন্তর্ভুক্ত ওয়াচ ফোর সিরিজ। এখন সংস্থাটি এই সিরিজের নতুন স্মার্টওয়াচ, Samsung Galaxy Watch 5…

বর্তমানে বাজার চলতি স্মার্টওয়াচগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি ব্র্যান্ডের অন্তর্ভুক্ত ওয়াচ ফোর সিরিজ। এখন সংস্থাটি এই সিরিজের নতুন স্মার্টওয়াচ, Samsung Galaxy Watch 5 আনতে চলেছে। যদিও নেক্সট জেনারেশন স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ফাইভ সিরিজের স্মার্টওয়াচের জন্য আরো কয়েকমাস অপেক্ষা করতে হবে। তবে লঞ্চের আগে এখন আসন্ন গ্যাজেটটির ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কিত তথ্য সামনে আসলো।

Sammobile তাদের রিপোর্টে জানিয়েছে, স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৫ স্মার্টওয়াচটি SM- R900 মডেল নম্বর সহ আসতে চলেছে। ইউজারদের জন্য এতে দেওয়া হবে ২৭৬ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি, যার পার্ট নাম্বার EB- BR900ABY।

উল্লেখ্য, এটি আগের স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ -এ ব্যবহৃত ২৪৭ এমএএইচ ব্যাটারির তুলনায় সামান্য বড়। ফলে বলার অপেক্ষা রাখে না যে, পূর্বসূরী তুলনায় অতিরিক্ত ব্যাটারি লাইফের সাথে আসছে নতুন ওয়্যারেবলটি। রিপোর্টে আরও বলা হয়েছে, স্যামসাং গ্যালাক্সি ৫ স্মার্টওয়াচে থাকতে পারে উন্নত কিছু হেলথ ফিচার, যেমন সঠিকভাবে বডি টেম্পারেচার পরিমাপ করার জন্য উন্নত মানের সেন্সর।

যাইহোক, এখনো পর্যন্ত সংস্থার তরফে Samsung Galaxy Watch 5 লঞ্চের দিনক্ষণ কিংবা এর লভ্যতা সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। তবে অনুমান করা হচ্ছে এই বছরের আগস্ট মাসে স্মার্টওয়াচটি বাজারে উপলব্ধ হতে পারে।