চার্জের চিন্তা থাকবে না, 6000mah ব্যাটারির সঙ্গে শীঘ্রই লঞ্চ হতে পারে Samsung Galaxy Wide 7
স্যামসাং তাদের ওয়াইড সিরিজের অধীনে একটি নতুন ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। হ্যান্ডসেটটিকে এখন গুগল প্লে কনসোলে দেখা গেছে।
স্যামসাং তাদের গ্যালাক্সি ওয়াইড সিরিজের একটি নতুন স্মার্টফোন মডেলের ওপর কাজ করছে বলে শোনা যাচ্ছে, যা স্যামসাং গ্যালাক্সি ওয়াইড ৭ নামে বাজারে আসবে। এই আসন্ন ফোনটিকে এখন গুগল প্লে কনসোল সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে, যা এটির আসন্ন লঞ্চের ইঙ্গিত দেয়। এই আপকামিং ফোনটি আরেকটি বিদ্যমান গ্যালাক্সি মডেলের মতো স্পেসিফিকেশনের সাথে আসবে বলে জানা গেছে।
স্যামসাং গ্যালাক্সি ওয়াইড ৭ ফোনটিকে দেখা গেল গুগল প্লে কনসোলে
স্যামসাং গ্যালাক্সি ওয়াইড ৭ হ্যান্ডসেটটি গুগল প্লে কনসোলের প্ল্যাটফর্মে এসএম-এম১৫৬এস মডেল নম্বরের সাথে হাজির হয়েছে। ডেটাবেসটি নিশ্চিত করেছে যে, এটি মিডিয়াটেক এমটি৬৮৩৫ভি/জেডএ চিপসেটে চলবে, যা আসলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস চিপসেটের মডেল নম্বর। এই সিপিইউতে ২.২ গিগাহার্টজ ক্লক স্পিডের দুটি কোর এবং ২ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি সহ ছয়টি কোর রয়েছে এবং এটি মালি জি৫৭ জিপিইউ-এর সাথে যুক্ত। স্যামসাংয়ের নতুন স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম ভিত্তিক ওয়ান ইউআই কাস্টম স্কিনে চলবে।
লিস্টিংটি আরও প্রকাশ করেছে যে, এটি তিনটি র্যাম কনফিগারেশনে লঞ্চ হতে পারে - ৪ জিবি, ৬ জিবি এবং ৮ জিবি। আর গুগল প্লে কনসোল অনুযায়ী, এতে ৪৫০ ডিপিআই স্ক্রিন ডেনসিটি এবং ১,০৮০ x ২,৩৪০ পিক্সেল বা ফুলএইচডি+ রেজোলিউশনের ডিসপ্লে থাকবে। তবে, সার্টিফিকেশনে এর ব্যাটারি, ক্যামেরা বা লঞ্চের তারিখের মতো অন্য কোনও বিশদ বিবরণ শেয়ার করা হয়নি। তবে এই স্পেসিফিকেশনগুলি বিবেচনা করলে, এতে স্যামসাং গ্যালাক্সি এম১৫ হ্যান্ডসেটের মতো ফিচার থাকতে পারে। এই মডেলটি গত মার্চ মাসে ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর সহ বাজারে এসেছিল।
পাওয়ার ব্যাকআপের জন্য, স্যামসাং গ্যালাক্সি এম১৫ ফোনে বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ২৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে একটি ৬.৫ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ১,০৮০ x ২,৩৪০ পিক্সেল রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৮৫০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। আর ফোনটির পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স সহ একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যান্ড্রয়েড ১৪ ওএস ভিত্তিক ওয়ান ইউআই ৬ কাস্টম স্কিন এবং ব্লুটুথ ৫.৩।
স্যামসাং তাদের ওয়াইড সিরিজের অধীনে একটি নতুন ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। হ্যান্ডসেটটিকে এখন গুগল প্লে কনসোলে দেখা গেছে।