ফাঁস হল একাধিক তথ্য, লঞ্চ আসন্ন Samsung Galaxy XCover 5 এর

দক্ষিণ কোরিয়ান কোম্পানি Samsung শীঘ্রই তাদের রাগেড স্মার্টফোন Galaxy XCover 5 লঞ্চ করবে। এই ফোনটিকে কয়েকদিন আগে বেঞ্চমার্ক সাইট Geekbench ও আমেরিকার সার্টিফিকেশন FCC তে…

দক্ষিণ কোরিয়ান কোম্পানি Samsung শীঘ্রই তাদের রাগেড স্মার্টফোন Galaxy XCover 5 লঞ্চ করবে। এই ফোনটিকে কয়েকদিন আগে বেঞ্চমার্ক সাইট Geekbench ও আমেরিকার সার্টিফিকেশন FCC তে দেখা গিয়েছিল। এবার টিপ্সটার সুধাংশু অম্বরে স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৫ এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস করলেন। জানিয়ে রাখি এই ফোনটি গতবছর লঞ্চ হওয়া Galaxy XCover Pro এর আপগ্রেড ভার্সন হবে।

Samsung Galaxy XCover 5 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপ্সটার জানিয়েছেন, স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৫ ফোনটি ৫.৩ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে সহ আসবে। এর পিক্সেল রেজোলিউশন হবে ১৬০০ x ৯০০। আবার ফোনটি ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ আসবে। যদিও ফোনটির প্রসেসর সম্পর্কে কিছু জানা যায়নি। ফোনটি ব্ল্যাক কালারে আসবে। আবার এতে থাকবে LTE কানেক্টিভিটি।

Samsung Galaxy XCover 5 ফোনে পাওয়া যাবে ৩,০০০ এমএএইচ ব্যাটারি। যার সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। ফোনটি একটি রিয়ার ও ফ্রন্ট ক্যামেরার সাথে লঞ্চ হবে। এর পিছনে থাকবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। আবার সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হবে।

গিকবেঞ্চ থেকে জানা গিয়েছিল, স্যামসাং গ্যালাক্সি এক্স কভার ৫ এক্সিনস ৮৫০ প্রসেসর সহ আসবে। আবার এতে থাকবে ৪ জিবি র‌্যাম। যদিও লঞ্চের সময় ফোনটির আরও র‌্যাম ভ্যারিয়েন্ট থাকার সম্ভাবনা আছে। আবার ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে। 

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন