Samsung Galaxy Z Flip 2 ফোনের ব্যাটারি ক্যাপাসিটি হতাশ করবে?

Samsung Galaxy Z Flip এর উত্তরসূরি মডেল হিসেবে স্যামসাং ইতিমধ্যে Galaxy Z Flip 2 (অফিসিয়াল নাম নয়) ফোল্ডেবল ফ্লিপ ফোনের ওপর কাজ শুরু করেছে। এবছরের…

Samsung Galaxy Z Flip এর উত্তরসূরি মডেল হিসেবে স্যামসাং ইতিমধ্যে Galaxy Z Flip 2 (অফিসিয়াল নাম নয়) ফোল্ডেবল ফ্লিপ ফোনের ওপর কাজ শুরু করেছে। এবছরের দ্বিতীয় কোয়ার্টারে ফোনটি লঞ্চ হতে পারে। কয়েকদিন আগে এই ফোনের কালার অপশন ফাঁস হয়েছিল। এবার স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ২ ডিভাইসটির ব্যাটারি ক্যাপাসিটি SafetyKorea সার্টিফিকেশন ওয়েবসাইটে স্পট করা হয়েছে।

সেফটিকোরিয়ার সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছে যে, Samsung Galaxy Z Flip 2 এর ব্যাটারির (মডেল নম্বর SM-F711) রেটেড ক্যাপাসিটি ২৩০০ এমএএইচ ও টিপিকাল ক্যাপাসিটি ২,৩৭০ এমএএইচ। আবার এতে SM-F712 মডেল নম্বরের অতিরিক্ত ব্যাটারি আছে, যার ক্যাপাসিটি ৯০৩ এমএএইচ। জানিয়ে রাখি গতবছর গ্যালাক্সি জেড ফ্লিপ ২ ফোনটি ৩,৩০০ এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ হয়েছিল।

যাইহোক স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ২ ফোনটি ইতিমধ্যেই DEKRA সার্টিফিকেশন ওয়েবসাইট ও পূর্বে 3C সার্টিফিকেশন অথোরাটির ছাড়পত্র পেয়েছে। ফলে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখার অর্থ ফোনটি লঞ্চ হতে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না।

এদিকে SamMobile এর একটি রিপোর্টে জানানো হয়েছিল, Samsung Galaxy Z Flip 2 মিরর ব্ল্যাক, মিরর পার্পল, ও মিরর গোল্ড কালার অপশনে আসবে।

এই মুহূর্তে স্যামসাংয়ের আপকামিং Samsung Galaxy Z Flip 2 এর সর্ম্পকে আর কোনো তথ্য উপলব্ধ নেই। তবে লঞ্চ ডেট যত এগিয়ে আসবে ফোনটির ব্যাপারে আরও তথ্য সামনে আসবে। সেগুলি হাতে পেলেই আমরা দ্রুততার সাথে আপডেট দেওয়ার চেষ্টা করবো।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন