Samsung Galaxy Z Flip 4 ফোনেও থাকবে Snapdragon 8+ Gen 1 প্রসেসর, ফাঁস সমস্ত স্পেসিফিকেশন
জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা স্যামসাং তাদের পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল ফোনগুলি চলতি বছরের আগস্টে উন্মোচন করতে চলেছে।...জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা স্যামসাং তাদের পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল ফোনগুলি চলতি বছরের আগস্টে উন্মোচন করতে চলেছে। এগুলি Samsung Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip 4 নামে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে৷ এই সপ্তাহের শুরুতে এক নির্ভরযোগ্য টিপস্টার Samsung Galaxy Z Fold 4-এর সম্পূর্ণ স্পেসিফিকেশনের তালিকাটি ফাঁস করেছিলেন৷ এখন ওই টিপস্টারই Galaxy Z Flip 4-এর প্রধান স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এনেছেন।
স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪-এর স্পেসিফিকেশন (Samsung Galaxy Z Flip 4 Expected Specifications)
টিপস্টার যোগেশ ব্রার টুইটারে দাবি করেছেন, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ সুপার অ্যামোলেড (sAMOLED) ফোল্ডেবল ডিসপ্লে থাকবে। অন্যদিকে, ফোনের বাইরের দিকে ২.১ ইঞ্চির সুপার অ্যামোলেড আউটার ডিসপ্লে দেখা যাবে বলে জানা গেছে।
পারফরম্যান্সের জন্য, ডিভাইসটি সম্প্রতি লঞ্চ হওয়া কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে। এটিকে পূর্বে SM-F721U মডেল নম্বর সহ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল। এই সাইটের তালিকাটি প্রকাশ করে যে, আসন্ন গ্যালাক্সি জেড ফ্লিপ ৪-এ ৮ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অপারেটিং সিস্টেমের সাথে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দেখতে পাওয়া যাবে। টিপস্টার জানিয়েছেন যে, ফ্লিপ স্মার্টফোনটি ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে আসবে।
ক্যামেরার ক্ষেত্রে, Samsung Galaxy Z Flip 4-এর ব্যাক প্যানেলে অবস্থিত ডুয়েল-ক্যামেরা সেটআপের মধ্যে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স উপস্থিত থাকতে পারে। সেলফির জন্য ফোনের সামনে ১০ মেগাপিক্সেলের সেন্সর দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy Z Flip 4-এ ৩,৭০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তা ছাড়া টিপস্টার প্রকাশ করেছেন যে, ডিভাইসটিতে ১০ ওয়াট ফাস্ট চার্জিংও অন্তর্ভুক্ত থাকবে।