Samsung Galaxy Z Fold 3 আসছে S-Pen ও Magnetic Induction প্রযুক্তি সহ, Galaxy Z Flip 3 এর সাথে পেল FCC সার্টিফিকেশন

Samsung এর নেক্সট জেনারেশন ফোল্ডেবল স্মার্টফোন Galaxy Z Fold 3 এবং Galaxy Z Flip 3 আগস্টে লঞ্চ হওয়ার কথা রয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়ান টেক জায়েন্টটি…

Samsung এর নেক্সট জেনারেশন ফোল্ডেবল স্মার্টফোন Galaxy Z Fold 3 এবং Galaxy Z Flip 3 আগস্টে লঞ্চ হওয়ার কথা রয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়ান টেক জায়েন্টটি পরশুদিন Samsung Galaxy MWC ভার্চুয়াল ইভেন্ট হোস্ট করছে। ওই ইভেন্টে স্যামসাং দেখাবে, কানেক্টেড ডিভাইসের গ্যালাক্সি ইকোসিস্টেম কী ভাবে সাধারণ মানুষকে তাদের জীবনধারা বহুগুণে সমৃদ্ধ করতে প্রস্তুত হচ্ছে। ইভেন্টে Galaxy Z Fold 3 এবং Galaxy Z Flip 3 নিয়ে কোনও ঘোষণা আসবে কি না, তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে ইভেন্টের আগে Samsung Galaxy Z Fold 3 এবং Galaxy Z Flip 3 উভয়ই ফেডারেল কমিউনিকেশনস কমিশন বা এফসিসি (FCC)-এর ছাড়পত্র পেল৷ FCC থেকে কী কী তথ্য উঠে এল, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক।

Samsung Galaxy Z Fold 3 S-Pen ও Magnetic Induction প্রযুক্তির সাথে আসবে

এফসিসি-র নথিপত্র বলছে, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ এস স্মার্টফোনে পেন বা স্টাইলাস পেন প্রযুক্তি সাপোর্ট করবে, তবে পেনের জন্য ফোনে কোনও স্লট থাকবে না। আবার ম্যাগনেটিক ইন্ডাকশন প্রযুক্তি ইঙ্গিত করছে, গ্যালাক্সি জেড ফোল্ড ৩ বা স্টাইলাস পেন ওয়্যারলেস বা তারবিহীন ভাবেই চার্জ দেওয়া যাবে।

এফসিসি-র নথিপত্র অনুযায়ী, এই ফোল্ডেবল ফোনে ২৫ ওয়াট ওয়্যারড চার্জিং ও ৯ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ডুয়েল সেলের ব্যাটারি সহ আসবে, যার মোট ক্যাপাসিটি ৪,২৭৫ এমএএইচ। আবার আল্ট্রা ওয়াইড ব্যান্ড প্রযুক্তি থাকার দরুণ এটি স্যামসাং স্মার্টট্যাগ+ এর কানেকশন হাব হিসেবে কাজ করতে পারে।

অপরদিকে, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ স্টাইলাস বা আল্ট্রা ওয়াইড ব্যান্ড প্রযুক্তির সাথে আসছে না। তবে এটি ১৫ ওয়াট ওয়্যারড চার্জিং ও ৯ ওয়াট ওয়্যারলেস চার্জিং অফার করবে। এতে ৩,২৭৩ এমএএইচ ব্যাটারি থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন