Samsung Galaxy Z Fold 6 Z Flip 6-র প্রি-বুকিং কাল থেকে শুরু, লঞ্চ 10 জুলাই

স্যামসাং (Samsung) আগামী 10 জুন তাদের পরবর্তী গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked) ইভেন্টটির আয়োজন করবে বলে জানা গেছে।...
Ananya Sarkar 25 Jun 2024 12:08 PM IST

স্যামসাং (Samsung) আগামী 10 জুন তাদের পরবর্তী গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked) ইভেন্টটির আয়োজন করবে বলে জানা গেছে। এই ইভেন্টে, ব্র্যান্ডটি তাদের পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোনগুলি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে, যেগুলি Samsung Galaxy Z Fold 6 এবং Samsung Galaxy Z Flip 6 নামে আসবে। আর এখন লঞ্চের আগে এক টিপস্টার এই স্মার্টফোনগুলির রিজার্ভেশনের তারিখ প্রকাশ করে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

যেগুলি Samsung Galaxy Z Fold 6 এবং Samsung Galaxy Z Flip 6 ফোনের রিজার্ভেশনের তারিখ

টিপস্টার তরুণ ভাৎস তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এবং স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ফোনের একটি পোস্টার শেয়ার করেছেন। এই পোস্টার অনুসারে, এই ডিভাইসগুলির প্রি-রিজার্ভেশনের প্রক্রিয়া আগামী ২৬ জুন থেকে শুরু হবে। টিপস্টার এরসাথে যোগ করেছেন যে, এই প্রি-রিজার্ভেশনের তারিখটি শুধুমাত্র ভারতীয় মার্কেটের জন্য। সম্প্রতি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম থেকে জানা গেছে যে, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ মডেলের আনলক করা ইউএস মডেলটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট থাকবে। টিপস্টার স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপ দ্বারা চালিত স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ হ্যান্ডসেটের ভারতীয় মডেলটিকেও গিকবেঞ্চে স্পট করেছেন।

Samsung Galaxy Z Fold 6 ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

এখন পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ফোনে ৭.৬ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ২এক্স (AMOLED 2X) অভ্যন্তরীণ ডিসপ্লে এবং ৬.৩ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ২এক্স বাহ্যিক ডিসপ্লে থাকবে। উভয়ই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটির ইনার স্ক্রিনের রেজোলিউশন ২,১৬০ x ১,৮৫৬ পিক্সেল হবে, যেখানে কভার স্ক্রিনটি ২,৩৭৬ x ৯৬৮ পিক্সেল অফার করবে। বাইরের ডিসপ্লের ওপরে অবস্থিত পাঞ্চ-হোল কাটআউটে একটি ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে এবং অভ্যন্তরীণ ডিসপ্লেতে একটি ৪ মেগাপিক্সেলের সেন্সর অন্তর্ভুক্ত থাকবে।

পারফরম্যান্সের জন্য, এটিতে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর থাকবে, যা ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, এতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৪০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে জানা গেছে। ক্যামেরার জন্য, Samsung Galaxy Z Fold 6 ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের এফ/১.৮ প্রাইমারি সেন্সর থাকবে, যা ৮কে ভিডিও রেকর্ডিং করতে সক্ষম, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ৩x জুম সহ একটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো ইউনিট অন্তর্ভুক্ত থাকবে। ফোনটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে সম্ভবত ইউএসবি ৩.২ জেন ১ টাইপ-সি পোর্ট, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC), আল্ট্রা ওয়াইড ব্যান্ড (UWB) এবং ৫জি সংযোগ অন্তর্ভুক্ত থাকবে।

Samsung Galaxy Z Flip 6 ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Samsung Galaxy Z Flip 6 ফোনে ৬.৭ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন ২,৬৪০ x ১,০৮০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ হবে। এতে ৭২০ x ৭৪৮ রেজোলিউশন সহ একটি ৩.৪ ইঞ্চির কভার ডিসপ্লে উপস্থিত থাকবে। এটি বিশেষভাবে গ্যালাক্সির জন্য তৈরি Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসরে চলবে এবং এতে Galaxy S24 সিরিজের মতো একই ক্লক স্পিড থাকবে, যার কোরগুলি ৩.৩৯ গিগাহার্টজ, ৩.১ জিগাহার্টজ, ২.৯ জিগাহার্টজ ও ২.২ গিগাহার্টজে রান করে। Samsung Galaxy Z Flip 6 হ্যান্ডসেটে ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ মিলবে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy Z Flip 6-এর ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের এফ/১.৮ প্রধান ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেলের এফ/২.২ আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং অটোফোকাস ছাড়াই একটি ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। ফোনটি ৪কে ৬০ ফ্রেম প্রতি সেকেন্ড (FPS), ১,০৮০ পিক্সেল ৬০ এফপিএস হারে ভিডিও রেকর্ডিং এবং ১,০৮০ পিক্সেল ১২০/২৪০ এফপিএস হারে স্লো মোশান ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে৷ এছাড়া ফোনটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.৩, এবং ইউএসবি ৩.১ জেন ১।

Show Full Article
Next Story