একদম বিনামূল্যে কিছু স্মার্টফোনের ডিসপ্লে বদলে দিচ্ছে Samsung, আপনার ফোন এই পরিষেবা পাবে?

আপনি কি Samsung (স্যামসাং)-এর স্মার্টফোন ব্যবহার করেন? বা আপনার পরিবারের কারোর কাছে এই ব্র্যান্ডের আছে? তাহলে এই...
techgup 16 July 2022 7:30 PM IST

আপনি কি Samsung (স্যামসাং)-এর স্মার্টফোন ব্যবহার করেন? বা আপনার পরিবারের কারোর কাছে এই ব্র্যান্ডের আছে? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর! আসলে সম্প্রতি সংস্থাটি তাদের স্মার্টফোন ইউজারদের জন্য একটি চমকপ্রদ উপহারের কথা ঘোষণা করেছে। এক্ষেত্রে Samsung তাদের কয়েকটি স্মার্টফোনের ডিসপ্লে সম্পূর্ণ নিখরচায় রিপ্লেস করছে বলে জানা গিয়েছে। ফলে সংস্থা কর্তৃক নির্বাচিত স্মার্টফোনগুলির তালিকায় যদি আপনার হ্যান্ডসেটটি অন্তর্ভুক্ত থাকে এবং তার ডিসপ্লে-তে সমস্যা থাকে, তাহলে আপনিও এই সুযোগ পেয়ে যাবেন। তাহলে চলুন, Samsung-এর ঠিক কোন কোন স্মার্টফোন মডেলে এই সুবিধা উপলব্ধ রয়েছে সে সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

এই সমস্ত Samsung Galaxy স্মার্টফোন ইউজাররা পাবেন ডিসপ্লে রিপ্লেসমেন্টের সুবিধা

আপনাদের জানিয়ে রাখি, হালফিলে স্যামসাংয়ের কয়েকটি স্মার্টফোনে ডিসপ্লে সংক্রান্ত সমস্যা দেখা গিয়েছে। অনেক ইউজার Samsung Galaxy S20 (স্যামসাং গ্যালাক্সি এস২০) ফোনটির ডিসপ্লেতে একটি উল্লম্ব সবুজ লাইন উপস্থিত হওয়ার বিষয়ে অভিযোগ করেছিলেন, আর এই কারণে সংস্থাটি নিজেদের দোষ স্বীকার করে Samsung Galaxy S20 ইউজারদেরকে বিনামূল্যে ডিসপ্লে রিপ্লেসমেন্টের প্রস্তাব দিয়েছে। তবে শুধু এই হ্যান্ডসেটটিই নয়, Samsung Galaxy S20 সিরিজের অধীনস্থ অন্যান্য স্মার্টফোনের মালিকরাও এই স্কিমের সুবিধা উপভোগের সুযোগ পাবেন।

এই দেশে চালু হয়েছে ফ্রি ডিসপ্লে রিপ্লেসমেন্ট প্রোগ্রাম

এই প্রসঙ্গে বলে রাখি, Galaxy S20 সিরিজের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ভিয়েতনামে ফ্রি ডিসপ্লে রিপ্লেসমেন্ট প্রোগ্রামটি শুরু করেছে স্যামসাং। এই প্রোগ্রামের আওতায় কোম্পানিটি Galaxy S20 (গ্যালাক্সি এস২০), Galaxy S20 Ultra (গ্যালাক্সি এস২০ আল্ট্রা) এবং Galaxy S20+ (গ্যালাক্সি এস২০ প্লাস) স্মার্টফোনের ডিসপ্লে একদম বিনামূল্যে বদলে দিচ্ছে। তবে এই প্রোগ্রামের অধীনে ইউজাররা কেবলমাত্র একবারই মোবাইল স্ক্রিন রিপ্লেসমেন্টের সুযোগ পাবেন। তাছাড়া ফোনে যদি কোনোরকম ফিজিক্যাল ড্যামেজ থাকে বা যদি সেটের ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ইউজাররা এই স্কিমের সুবিধা থেকে বঞ্চিত হবেন। উল্লেখ্য, এই বছরের শেষ পর্যন্ত (অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত) এই প্রোগ্রামটি চলবে। ফলে ইউজাররা যদি এই প্রোগ্রামের আওতায় নিজেদের ফোনের স্ক্রিন রিপ্লেস করতে চান, তাহলে তাদেরকে এই বছরের মধ্যেই কাজটি সেরে ফেলতে হবে। ভারতে এই প্রোগ্রামের সুবিধা পাওয়া যাবে কিনা, সেই বিষয়ে এখনো কোনো তথ্য নেই।

দুই বছর আগে লঞ্চ হয়েছে Samsung-এর এই প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ

বলে রাখি যে, Samsung-এর S (এস) সিরিজটি হল কোম্পানির সবচেয়ে প্রিমিয়াম সিরিজ। এই সিরিজের অধীনে ২০২০ সালে সংস্থাটি ভারতসহ গোটা বিশ্বব্যাপী Galaxy S20 সিরিজ লঞ্চ করেছিল যার মধ্যে ছিল Samsung Galaxy S20, Samsung Galaxy S20+, এবং Samsung Galaxy S20 Ultra মডেল। তবে লঞ্চের পর থেকেই এই স্মার্টফোনগুলিতে ডিসপ্লে সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়েছেন ইউজাররা, আর সেই কারণেই সম্প্রতি আলোচ্য প্রোগ্রামটির কথা ঘোষণা করেছে Samsung।

Show Full Article
Next Story
Share it