আর পাওয়া যাবে না Samsung এর এই TV ও স্মার্টফোন, বড়সড় সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়ান সংস্থার

দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট Samsung সম্প্রতি একটি বিশেষ ঘোষণা করছিল। যেখানে, সংস্থাটি 'লিকুইড-ক্রিস্টাল ডিসপ্লে'...
SUPARNA 31 May 2022 2:10 PM IST

দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট Samsung সম্প্রতি একটি বিশেষ ঘোষণা করছিল। যেখানে, সংস্থাটি 'লিকুইড-ক্রিস্টাল ডিসপ্লে' বা সংক্ষেপে LCD প্যানেল তৈরি করা সম্পূর্ণভাবে বন্ধ করতে চলেছে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। একই সাথে, সংস্থাটি তাদের LCD ব্যবহৃত ডিভাইসের উৎপাদন বন্ধ করার পরিকল্পনা বিগত ২ বছর যাবৎ করেছিল বলেও সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছিল। যারপর, অবশেষে চলতি বছরের জুন মাস থেকে LCD ডিসপ্লে ব্যবসা বন্ধ করার সিদ্ধান্তটি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হতে চলেছে বলে মন্তব্য করেছে Samsung কর্মকর্তারা। এরূপ সিদ্ধান্ত নেওয়ার নেপথ্যে কারণটা ঠিক কি, চলুন তা জেনে নেওয়া যাক এবার…

মুনাফার হার কম হওয়ার কারণে LCD ডিসপ্লে ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিলো Samsung

GizmoChina প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে, বিগত কিছু সময় যাবৎ, চীন এবং তাইওয়ান ভিত্তিক LCD ডিসপ্লে প্যানেল নির্মাতাদের দ্বারা কঠোর প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছিল স্যামসাং। যার সরাসরি প্রভাব পড়েছিল কোরিয়ান সংস্থাটির মুনাফার ভাগে। আরো সোজা ভাবে বললে, LCD প্যানেলের উৎপাদন বন্ধ করার অন্যতম একটি প্রধান কারণ হল, এই ব্যবসা থেকে লভ্যাংশের পরিমাণ কম আসা। এই বিষয়ে, 'ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালট্যান্টস' (DSCC) মন্তব্য করেছে যে, স্যামসাংয়ের LCD প্যানেলের ব্যবসার 'প্রফিট মার্জিন' ২০১৪ সালের তুলনায় বর্তমানে ৩৬.৬% হ্রাস পেয়েছে। সুতরাং, লাভের ভাগ ক্রমাগত নিম্নগামী হওয়ার দরুন এরূপ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে স্যামসাং। তদুপরি এখনকার স্মার্টফোনের বাজারে, 'অর্গানিক লাইট-এমিটিং ডায়োড' বা OLED ডিসপ্লে প্যানেলের চাহিদা ব্যাপকভাবে বাড়তে থাকায়, LCD প্যানেলের উৎপাদন বন্ধ করে সংস্থাটি OLED এবং 'কোয়ান্টাম ডট' বা QD ডিসপ্লে তৈরি করার প্রতি অধিক মনোনিবেশ করেছে বলেও জানা যাচ্ছে৷

২০২০ সালে LCD ডিসপ্লে সহ আসা ডিভাইসের উৎপাদন বাতিল করার পরিকল্পনা করেছিল Samsung

প্রসঙ্গত, স্যামসাংয়ের এই সিদ্ধান্ত বাস্তবায়িত করা হলে, কোনো কর্মী এর জন্য প্রভাবিত হবে না বলে দাবি করা হয়েছে। এক্ষেত্রে, দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্টটি, LCD ব্যবসার সাথে যুক্ত কর্মীদের 'কোয়ান্টাম ডিসপ্লে' (QD) ব্যবসায় স্থানান্তরিত করার পরিকল্পনা করছে বলে খবর পাওয়া গেছে।

আবার রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে যে, ২০২০ সালের শেষার্ধে স্যামসাং LCD ডিসপ্লে ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, আকস্মিক কোভিড-১৯ অতিমারী চলে আসার ফলে LCD প্যানেলের দাম হঠাৎ করে বৃদ্ধি পায়। যার দরুন, স্যামসাং ইলেক্ট্রনিক্স তাদের LCD ডিসপ্লে সমন্বিত ডিভাইস উৎপাদনের কার্যক্রম বন্ধ করার সময়সীমা পিছিয়ে দিয়েছিল।

Show Full Article
Next Story