Samsung Artificial Intelligence

এআই নিয়ে কাজ করতে ব্যর্থ, ৩২ শতাংশ বাজারমূল্য কমলো স্যামসাং ইলেকট্রনিক্সের

Samsung Artificial Intelligence - রিপোর্ট অনুযায়ী, এআই মেমোরির দিক থেকে স্যামসাং তুলনামূলক ছোট প্রতিদ্বন্দ্বী এসকে হাইনিক্স এর থেকেও পিছিয়ে পড়েছে।

Ankita Mondal 31 Oct 2024 12:16 PM IST

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে প্রায় সমস্ত টেক কোম্পানি কাজ করছে। স্যামসাং ইলেকট্রনিক্সও এর উপর কাজ শুরু করেছে বলে চলতি বছরের শুরুতে জানা গিয়েছিল। তবে বাস্তবে দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি এআই নিয়ে বড় কোনো ঘোষণা এখনও করতে পরেনি। যেকারণে কয়েকমাস আগেও যেখানে স্যামসাং ইলেকট্রনিক্স এর আয় বাড়ছিল এবং শেয়ারদর সর্বকালের সেরা পর্যায়ে পৌঁছে গিয়েছিল, সেখানে আচমকাই এখন পরিস্থিতি পাল্টে গেল। ব্যবসার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করতে না পারলে কত দ্রুত যে ভাগ্য পরিবর্তন হতে পারে তার স্পষ্ট উদাহরণ হয়ে উঠল দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় কোম্পানিটি।

জুলাই থেকে স্যামসাংয়ের শেয়ারের দাম কমেছে ৩২ শতাংশ

রিপোর্ট অনুযায়ী, এআই মেমোরির দিক থেকে স্যামসাং তুলনামূলক ছোট প্রতিদ্বন্দ্বী এসকে হাইনিক্স এর থেকেও পিছিয়ে পড়েছে। আবার আউটসোর্সড চিপ তৈরির দিক থেকেও তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে (টিএসএমসি) ছাড়িয়ে যেতে ব্যর্থ হয়েছে তারা। যেকারণে চলতি বছরের স্যামসাংয়ের শেয়ারের দাম ৩২ শতাংশ কমেছে (সর্বোচ্চ দাম থেকে)। এর ফলে ব্র্যান্ডটির বাজারমূল্য কমেছে ১২২ বিলিয়ন ডলার।

পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই স্যামসাং তাদের বিনিয়োগকারীদের বড় পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে, তবে পিকটেট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এবং জানুস হেন্ডারসন ইনভেস্টরস এসপি লিমিটেডের মতো সংস্থা শীঘ্রই কোনও পরিবর্তন হতে পারে বলে বিশ্বাস করতে পারছেন না। আর তাই জুলাইয়ের শেষ থেকে বিদেশি বিনিয়োগকারীরা দক্ষিণ কোরিয়ার সংস্থাটির প্রায় ১০. ৭ বিলিয়ন ডলার মূল্যের শেয়ার বিক্রি করে দিয়েছে।

হতাশাজনক ফলাফলের জন্য বিনিয়োগকারীদের কাছে ক্ষমা চাইল স্যামসাং

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, স্যামসাংয়ের প্রোডাক্ট বিক্রিতে এখনও স্মার্টফোন এবং অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেটের আধিপত্য থাকলেও সাম্প্রতিক বছরগুলিতে মুনাফায় সবচেয়ে বড় অবদান রেখেছে সেমিকন্ডাক্টর। যদিও এর থেকেও ভালো ফলের আশা করছিল বিনিয়োগকারীরা। কারণ সেমিকন্ডাক্টর নির্মাণের ক্ষেত্রে বিশ্বের অন্যতম বড় সংস্থা স্যামসাং। রিপোর্টে বলা হয়েছে, বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করতে না পারায় ক্ষমা চেয়েছে ব্র্যান্ডটি।

Show Full Article
Next Story