5 বছর পর ফিরছে Galaxy Note স্মার্টফোন? Samsung-এর নতুন প্ল্যান নিয়ে তুঙ্গে জল্পনা

স্যামসাংয়ের Galaxy S সিরিজ দীর্ঘকাল ধরে অ্যান্ড্রয়েড স্মার্টফোন মার্কেটে একটি প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। সিরিজটি...
Ananya Sarkar 17 Aug 2024 10:09 PM IST

স্যামসাংয়ের Galaxy S সিরিজ দীর্ঘকাল ধরে অ্যান্ড্রয়েড স্মার্টফোন মার্কেটে একটি প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। সিরিজটি একটি স্বচ্ছ এবং সামঞ্জস্যপূর্ণ নেমিং স্কিম অনুসরণ করে। তবে এখন একটি সূত্র থেকে জানা গেছে যে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি আসন্ন Samsung Galaxy S26 লাইনআপে এবিষয়ে কিছু বদল আনতে চলেছে। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Samsung Galaxy S26 লাইনআপের নামকরণে আসতে পারে বিশেষ পরিবর্তন

এক টিপস্টার তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে প্রকাশ করেছেন যে, শীর্ষ-স্তরের স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রার নাম পরিবর্তিত হয়ে স্যামসাং গ্যালাক্সি এস২৬ নোট হতে পারে। এতে ইন-বিল্ট এস-পেন ফিচারের ওপর জোর দেওয়া হতে পারে, এটি বন্ধ হয়ে যাওয়া গ্যালাক্সি নোট সিরিজের একটি বৈশিষ্ট্য।

এই জল্পনাটি ইঙ্গিত দিয়েছে যে, মধ্য-স্তরের Samsung Galaxy S26+ ফোনটিকে স্যামসাং গ্যালাক্সি এস২৬ প্রো হিসাবে রিব্র্যান্ড করা হতে পারে। বেশিরভাগ স্মার্টফোন ব্র্যান্ডের পোর্টফোলিওতে "প্রো" মডেল একটি সাধারণ শব্দ হয়ে উঠেছে, তাই এখন মনে করা হচ্ছে স্যামসাংও একই পথে হাঁটবে। সৌভাগ্যবশত, বেস মডেলের বিষয়ে এখনও কিছু শোনা যায়নি, যার মানে এটি সম্ভবত Samsung Galaxy S26 নামটি ধরে রাখবে।

মনে রাখতে হবে যে, তথ্যগুলি এখনও অনুমান নির্ভর। উৎসটি নির্দেশ দেয় যে, স্যামসাং এখন কেবল নাম পরিবর্তন সর্ম্পকে চিন্তাভাবনা করছে, এটি নিশ্চিত নয়। তবে "আল্ট্রা" নামটি গ্যালাক্সি এস লাইনের মধ্যে যথেষ্ট ওজন বহন করে। এটি নির্দেশ করে যে, এটাই স্যামসাং দ্বারা অফার করা সেরা ডিভাইস। যদি এটি "নোট" নামে বাজারে আসে, তাহলে ক্রেতারা এটিকে সম্পূর্ণ আলাদা সিরিজ ভেবে ভুল করলে অবাক হওয়ার কিছু থাকবে না। যেহেতু Samsung Galaxy S26 লাইনআপটি ২০২৬ সালে লঞ্চ হবে, তাই লঞ্চের আগে সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য প্রচুর সময় আছে। বর্তমানে কোম্পানি আসন্ন Samsung Galaxy S25 লাইনআপে ফোকাস করেছে। নাম পরিবর্তন নয়, তবে টপ-অফ-দ্য-লাইন Samsung S25 Ultra মডেলে সূক্ষ্ম ডিজাইনের পরিবর্তন থাকতে পারে।

শোনা যাচ্ছে, Samsung S25 Ultra ফোনে Galaxy S24 Ultra-এর তীক্ষ্ণ কোণগুলির তুলনায় বেশি স্কোয়ার-অফ এজ থাকবে বলে আশা করা হচ্ছে। এক নির্ভরযোগ্য টিপস্টার এমনকি Samsung Galaxy S25 Ultra ফোনটিকে তার পূর্বসূরির সাথে তুলনা করে একটি মকআপ রেন্ডার শেয়ার করেছেন এবং পার্থক্যটি বেশ লক্ষণীয়। তবে, সামনের ডিজাইনটি অনেকাংশে অপরিবর্তিত রয়েছে, এতে স্লিম বেজেল এবং কেন্দ্রে একটি ছোট পাঞ্চ-হোল কাটআউট থাকবে।

Show Full Article
Next Story