iPhone 12 Pro Max এর ক্যামেরা নিয়ে ঠাট্টা Samsung-এর

উন্নত প্রযুক্তি নির্ভর ডিভাইস তৈরি করার ক্ষেত্রে Samsung সেরা নাকি Apple – এই নিয়ে দীর্ঘদিন ধরেই তর্ক-বিতর্ক চলে আসছে। এই দুই সংস্থার প্রতিদ্বন্দ্বিতা টেক তথা…

উন্নত প্রযুক্তি নির্ভর ডিভাইস তৈরি করার ক্ষেত্রে Samsung সেরা নাকি Apple – এই নিয়ে দীর্ঘদিন ধরেই তর্ক-বিতর্ক চলে আসছে। এই দুই সংস্থার প্রতিদ্বন্দ্বিতা টেক তথা নেটদুনিয়ার অন্যতম চর্চার বিষয়ও বটে। তবে নিত্যনতুন স্মার্টফোন এনে উভয়ই গ্রাহকদের আকর্ষিত করার বা পরস্পরকে টেক্কা দেওয়ার চেষ্টা করলেও, তারা এক এক সময় এমন কিছু পদক্ষেপ নিয়ে বসে যাতে হাসি-ঠাট্টার সৃষ্টি হয়; এমনকি কিছু ক্ষেত্রে সংস্থাদুটি একে অপরকে বিদ্রুপ করতেও ছাড়েনা! যেমন কিছু দিন আগেই Samsung, Apple iPhone-এর বড় নচ কাটিংয়ের বিষয়টি নিয়ে মজা করেছিল। পরিবর্তে মার্কিন টেক জায়ান্টটিও অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্লো পারফরম্যান্স ও অসুরক্ষিত অ্যাপ স্টোর সম্পর্কে ভিডিও বানায়। কিন্তু এখানেই যে ঠান্ডা লড়াই থামেনি, তা Samsung-এর সাম্প্রতিক পদক্ষেপ থেকেই স্পষ্ট হয়ে গেছে। আসলে এবার লেটেস্ট iPhone 12 Pro Max হ্যান্ডসেটটিকে ব্যঙ্গ করে দুটি বিজ্ঞাপনী ভিডিও প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংস্থাটি।

স্যাম-মোবাইল (SamMobile) পোর্টাল দ্বারা চিহ্নিত ভিডিওগুলির প্রথমটিতে, Samsung-এর নতুন Galaxy S21 Ultra নামক প্রিমিয়াম ফোনটির সাথে iPhone 12 Pro Max-এর তুলনা করা হয়েছে। ভিডিওতে নিজের ডিভাইসকে মহিমান্বিত করতে গিয়ে Samsung, S21 Ultra-র ১২এক্স অপটিক্যাল জুম ও স্টেবিলাইজেশন প্রযুক্তির কথা বলেছে এবং সর্বাধিক জুমে চাঁদের একটি পরিষ্কার ছবি ক্যাপচার করে তা আউটপুট হিসেবে দেখিয়েছে। সেক্ষেত্রে এই দুটি ফিচারের সাহায্যে সহজেই Apple-কে পেছনে ফেলেছে Samsung।

Samsung-এর দ্বিতীয় ভিডিওটি তুলনামূলকভাবে কম চিত্তাকর্ষক। কিন্তু এই বিজ্ঞাপনী ভিডিওতে Galaxy S21 Ultra এবং iPhone 12 Pro Max থেকে একটি পনির স্যান্ডউইচের ক্লোজ আপ শট নেওয়া হয়েছে, যেখানে দুটি ফোনের শট পরিষ্কার হলেও, Samsung ডিভাইসটির ছবিতে কিছুটা বেশি শার্পনেস, স্যাচুরেশন এবং ওয়ার্মার দেখা গেছে। অর্থাৎ এক্ষেত্রেও ক্যামেরা পারফরম্যান্সের নিরিখে এগিয়ে রয়েছে Samsung Galaxy S21 Ultra। তাছাড়া সংস্থাটি এই দুটি বিজ্ঞাপন ভিডিওতে ঠাট্টা করে বলেই বসেছে যে ‘ফোনের আপগ্রেড, ডাউনগ্রেড হওয়া উচিত নয়’।

প্রসঙ্গত, কাউন্টারপয়েন্টের সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে Apple-এর স্মার্টফোন শিপমেন্টের হার বা মার্কেট শেয়ার – ২০২০ সালের শেষ প্রান্তিকে ৬৫ শতাংশে থেকে ৫৫ শতাংশে নেমে দাঁড়িয়েছে। উল্টোদিকে Samsung-এর শেয়ার ১৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২৭ শতাংশ। সুতরাং, হালফিল সময়ে Apple-এর থেকে Samsung-এর গ্রহণযোগ্যতা যে কিছুটা হলেও বাড়ছে, এমনটা বলা যেতেই পারে!

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন